Ajker Patrika

স্বাস্থ্য অধিদপ্তর সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে: সংসদে ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য অধিদপ্তর সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে: সংসদে ফিরোজ রশীদ

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সারা দেশে ভুয়া ও ভেজাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, তাই তাদের চলমান অভিযানের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘তাঁরা সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন।’ 

আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে করা সম্পূরক প্রশ্নে এমন মন্তব্য করেন জাপার এই সংসদ সদস্য। 

এর আগে তারকা চিহ্নিত একটি প্রশ্নে অনুমোদহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত অভিযানের চিত্র সংসদে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে সম্পূরক প্রশ্নে জাপার আরেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী প্রশ্নের জবাবে যে কথা বলেছেন, তাতে বলতে হয় সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের সামনেই সারা দেশে ভুয়া, ভেজাল ক্লিনিকগুলো গড়ে উঠতেছে। যখন গড়ে ওঠে তখন কেউ দেখার থাকে না, শত শত হাজারে। যখন কেউ মারা যায় কিংবা গণমাধ্যমে যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’ 

পরে ফিরোজ রশীদ সম্পূরক প্রশ্ন করেন। তবে তাঁর প্রশ্নের এই অংশের জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত