কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার আয়োজন করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০ জন কূটনৈতিক কর্মকর্তা অংশ নেন। এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন।
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শেখ রাসেল স্মৃতি র্যাপিড দাবা প্রতিযোগিতা’ শীর্ষক এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের দাবায় আগ্রহের বিষয়টিকে উৎসাহিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবা খেলা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, ফেডারেশন ভবিষ্যতেও একই সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এই উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে মন্ত্রণালয়ের এ ধরনের কোনো উদ্যোগকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনুষ্ঠানে একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক ইউরোপ সফরের স্মৃতিচারণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব সহযোগিতা করা হয়েছে সেগুলোর জন্য ধন্যবাদ জানান। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলিমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া।
সামনের বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার আয়োজন করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০ জন কূটনৈতিক কর্মকর্তা অংশ নেন। এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন।
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শেখ রাসেল স্মৃতি র্যাপিড দাবা প্রতিযোগিতা’ শীর্ষক এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের দাবায় আগ্রহের বিষয়টিকে উৎসাহিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবা খেলা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, ফেডারেশন ভবিষ্যতেও একই সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এই উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে মন্ত্রণালয়ের এ ধরনের কোনো উদ্যোগকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনুষ্ঠানে একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক ইউরোপ সফরের স্মৃতিচারণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব সহযোগিতা করা হয়েছে সেগুলোর জন্য ধন্যবাদ জানান। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলিমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া।
সামনের বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়...
২১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১৪ ঘণ্টা আগে