ঢামেক প্রতিনিধি

ঝালকাঠিতে নদীর বুকে লঞ্চে লাগা আগুনে দগ্ধ ৮১ জনের চিকিৎসা হচ্ছে বরিশাল মেডিকেল হাসপাতালে। তাঁরা তুলনামূলক ভালো আছেন। দুর্ঘটনায় আহতের মধ্যে ১০ জনকে ঢাকায় আনা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেন, আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরেও পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হচ্ছে। সেখানে আইসিইউ, এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসা হবে। সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরে আরও দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে, যাতে তাদের ঢাকামুখী হতে না হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছে, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে ৮১ জন, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় যারা আসছে, তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আর বরিশাল মেডিকেলে যারা আছে, তারা কিছুটা ভালো আছে। এ জন্য তাদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউট থেকে সাত সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে। চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। চিকিৎসার কোনো ঘাটতি হবে না।

ঝালকাঠিতে নদীর বুকে লঞ্চে লাগা আগুনে দগ্ধ ৮১ জনের চিকিৎসা হচ্ছে বরিশাল মেডিকেল হাসপাতালে। তাঁরা তুলনামূলক ভালো আছেন। দুর্ঘটনায় আহতের মধ্যে ১০ জনকে ঢাকায় আনা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেন, আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরেও পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হচ্ছে। সেখানে আইসিইউ, এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসা হবে। সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরে আরও দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে, যাতে তাদের ঢাকামুখী হতে না হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছে, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে ৮১ জন, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় যারা আসছে, তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আর বরিশাল মেডিকেলে যারা আছে, তারা কিছুটা ভালো আছে। এ জন্য তাদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউট থেকে সাত সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে। চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। চিকিৎসার কোনো ঘাটতি হবে না।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
২ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে