Ajker Patrika

জমে উঠেছে ডিজিটাল পশুহাট: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জমে উঠেছে ডিজিটাল পশুহাট: প্রাণিসম্পদ মন্ত্রী


ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’ 

সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত