নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনল সরকার। এখন থেকে ত্রিশোর্ধ্ব নারী ও পুরুষেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নিয়ে চার দফায় টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে আনা হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রেশন ও চাহিদার অবস্থা বুঝে পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার বয়স ৩৫ বছরে করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলতি মাসে চীন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে সিনোফার্ম–মডার্নার ৯৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ ও মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।
এ অবস্থায় গত ৭ জুলাই দ্বিতীয় দফায় প্রথম ডোজের টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিনই প্রায় ২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও সিনোফার্ম দেওয়া হচ্ছে জেলা ও উপজেলায়। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে।
সুসংবাদ মিলেছে দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিদেরও। আগামী মাসের শুরুতেই কোভ্যাক্স থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা জানিয়েছে সরকার। সাড়া দিয়েছে রাশিয়াও। এ ছাড়া আগস্ট–সেপ্টেম্বরে ভারত থেকে সেরামের টিকাও আসা শুরু হতে পারে। সব মিলেয়ে আগামী দুই মাসের মধ্যে ২ কোটি টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনল সরকার। এখন থেকে ত্রিশোর্ধ্ব নারী ও পুরুষেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নিয়ে চার দফায় টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে আনা হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রেশন ও চাহিদার অবস্থা বুঝে পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার বয়স ৩৫ বছরে করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলতি মাসে চীন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে সিনোফার্ম–মডার্নার ৯৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ ও মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।
এ অবস্থায় গত ৭ জুলাই দ্বিতীয় দফায় প্রথম ডোজের টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিনই প্রায় ২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও সিনোফার্ম দেওয়া হচ্ছে জেলা ও উপজেলায়। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে।
সুসংবাদ মিলেছে দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিদেরও। আগামী মাসের শুরুতেই কোভ্যাক্স থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা জানিয়েছে সরকার। সাড়া দিয়েছে রাশিয়াও। এ ছাড়া আগস্ট–সেপ্টেম্বরে ভারত থেকে সেরামের টিকাও আসা শুরু হতে পারে। সব মিলেয়ে আগামী দুই মাসের মধ্যে ২ কোটি টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১২ ঘণ্টা আগে
রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
১২ ঘণ্টা আগে