নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনল সরকার। এখন থেকে ত্রিশোর্ধ্ব নারী ও পুরুষেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নিয়ে চার দফায় টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে আনা হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রেশন ও চাহিদার অবস্থা বুঝে পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার বয়স ৩৫ বছরে করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলতি মাসে চীন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে সিনোফার্ম–মডার্নার ৯৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ ও মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।
এ অবস্থায় গত ৭ জুলাই দ্বিতীয় দফায় প্রথম ডোজের টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিনই প্রায় ২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও সিনোফার্ম দেওয়া হচ্ছে জেলা ও উপজেলায়। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে।
সুসংবাদ মিলেছে দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিদেরও। আগামী মাসের শুরুতেই কোভ্যাক্স থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা জানিয়েছে সরকার। সাড়া দিয়েছে রাশিয়াও। এ ছাড়া আগস্ট–সেপ্টেম্বরে ভারত থেকে সেরামের টিকাও আসা শুরু হতে পারে। সব মিলেয়ে আগামী দুই মাসের মধ্যে ২ কোটি টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনল সরকার। এখন থেকে ত্রিশোর্ধ্ব নারী ও পুরুষেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নিয়ে চার দফায় টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে আনা হলো।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রেশন ও চাহিদার অবস্থা বুঝে পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার বয়স ৩৫ বছরে করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলতি মাসে চীন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে সিনোফার্ম–মডার্নার ৯৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ ও মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।
এ অবস্থায় গত ৭ জুলাই দ্বিতীয় দফায় প্রথম ডোজের টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিনই প্রায় ২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও সিনোফার্ম দেওয়া হচ্ছে জেলা ও উপজেলায়। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে।
সুসংবাদ মিলেছে দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিদেরও। আগামী মাসের শুরুতেই কোভ্যাক্স থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা জানিয়েছে সরকার। সাড়া দিয়েছে রাশিয়াও। এ ছাড়া আগস্ট–সেপ্টেম্বরে ভারত থেকে সেরামের টিকাও আসা শুরু হতে পারে। সব মিলেয়ে আগামী দুই মাসের মধ্যে ২ কোটি টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৫ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে