নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের শাসনামলে করা জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) আইন বর্তমান পরিস্থিতির আলোকে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন দ্বিতীয় সভায় এই বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম কমিশন সভায় অফিস আদেশ জারি করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সেবা কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী সরকার ২০২৩ সালে একটি আইন করে। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সে মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।
এই আইন করার উদ্যোগ নেওয়ার পর থেকেই সুশীল সমাজসহ বিভিন্ন মহল থেকে এনআইডি সেবা কার্যক্রম ইসির অধীনেই রাখার দাবি জানানো হয়। সব মহলের মতামত উপেক্ষা করে আইনটি করা হয়। পরে পাস হওয়ার পরও ২০২৩ সালের নতুন আইনটি বাতিল করতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে।
ইসি কর্মকর্তাদের দাবি, ভোটার তালিকার জন্য নেওয়া নাগরিকদের তথ্য থেকে উপজাত হিসেবে নাগরিকদের এনআইডি দেওয়া হয়। তাই এনআইডি সেবা অন্যত্র চলে গেলে এই সেবায় নানা ধরনের সমস্যা দেখা দেবে।
তাঁদের মতে, এনআইডি সেবা যদি আলাদা হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কোনো একসময়ে ভোটার তালিকা নিয়ে কথা প্রশ্ন উঠবে। কারটা ঠিক? এনআইডি ঠিক নাকি ভোটার তালিকা ঠিক? চূড়ান্ত পর্যায়ে এটা নিয়ে একটা গন্ডগোল হবে। এ ছাড়া সরকারের অর্থের অপচয় হবে, তেমনি নাগরিক সেবায় ভোগান্তিও বাড়বে। আবার নাগরিকের তথ্যের নিরাপত্তার ঝুঁকিও বাড়বে।
আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া সভায় আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে—বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে আলোচনা, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা এবং অন্যান্য বিষয়।
আওয়ামী লীগের শাসনামলে করা জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) আইন বর্তমান পরিস্থিতির আলোকে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন দ্বিতীয় সভায় এই বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম কমিশন সভায় অফিস আদেশ জারি করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সেবা কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী সরকার ২০২৩ সালে একটি আইন করে। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সে মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।
এই আইন করার উদ্যোগ নেওয়ার পর থেকেই সুশীল সমাজসহ বিভিন্ন মহল থেকে এনআইডি সেবা কার্যক্রম ইসির অধীনেই রাখার দাবি জানানো হয়। সব মহলের মতামত উপেক্ষা করে আইনটি করা হয়। পরে পাস হওয়ার পরও ২০২৩ সালের নতুন আইনটি বাতিল করতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে।
ইসি কর্মকর্তাদের দাবি, ভোটার তালিকার জন্য নেওয়া নাগরিকদের তথ্য থেকে উপজাত হিসেবে নাগরিকদের এনআইডি দেওয়া হয়। তাই এনআইডি সেবা অন্যত্র চলে গেলে এই সেবায় নানা ধরনের সমস্যা দেখা দেবে।
তাঁদের মতে, এনআইডি সেবা যদি আলাদা হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কোনো একসময়ে ভোটার তালিকা নিয়ে কথা প্রশ্ন উঠবে। কারটা ঠিক? এনআইডি ঠিক নাকি ভোটার তালিকা ঠিক? চূড়ান্ত পর্যায়ে এটা নিয়ে একটা গন্ডগোল হবে। এ ছাড়া সরকারের অর্থের অপচয় হবে, তেমনি নাগরিক সেবায় ভোগান্তিও বাড়বে। আবার নাগরিকের তথ্যের নিরাপত্তার ঝুঁকিও বাড়বে।
আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া সভায় আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে—বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে আলোচনা, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা এবং অন্যান্য বিষয়।
২০২৪ সালে বাংলাদেশের সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে বলে বিজিবির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য ২,৬৭৮ বাংলাদেশি আটক এবং ভারত ও মিয়ানমার থেকে আসা ১৪ হাজারের বেশি অনুপ্রবেশকারীর কথা বলা হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র, ও সোনা চোরাচালানসহ
৯ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের ওপর ন্যূনতম প্রভাব পড়বে। তিনি বলেন, এই উদ্যোগ আইএমএফের পরামর্শে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া হয়েছে। শুল্ক-ভ্যাট বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো, টাকার মান স্থিতিশীল রাখা, এব
১১ ঘণ্টা আগেসিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১২ ঘণ্টা আগে