নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আট মামলায় ৪৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এবং গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
দুপুরের দিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি মামলার রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বিভিন্ন থানায় করা ১৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং এর মধ্যে আটটি মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আটটি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৪৩ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তার আগে ১৩ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তবে আসামিপক্ষের আইনজীবী প্রত্যেক মামলায় রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আইনজীবী আদালতকে বলেন, এর আগে বিভিন্ন মামলায় মামুনকে ১৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে কোনো অগ্রগতি নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। মিথ্যাভাবে হয়রানি করার জন্য তাকে এসব মামলায় গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সাতটি হত্যা মামলায় ও নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় প্রথমে গ্রেপ্তার দেখানো হয় ও পরে রিমান্ডে নেওয়ার আদেশ হয়। অন্য থানার পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
যাত্রাবাড়ী থানার শাকিব হাসান হত্যা মামলায় ৭ দিন, ইমন হোসেন গাজী হত্যা মামলায় ৭ দিন, ইরফান ভূইয়া হত্যা মামলায় ৫ দিন, মুনতাসির রহমান হত্যা মামলায় ৫ দিন, সুজন হত্যা মামলায় ৫ দিন, মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় ৫ দিন ও রফিকুল ইসলাম হত্যা মামলায় ৪ দিন এবং নিউমার্কেট থানায় করা তাহির জামান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পর দিন মোহাম্মদপুর থানার আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পর্যায়ক্রমে রিমান্ডে দেওয়া হয়। তাকে পর্যায়ক্রমে ১৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নতুন করে ১৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে তাঁকে মোট ৩১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আট মামলায় ৪৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এবং গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
দুপুরের দিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি মামলার রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বিভিন্ন থানায় করা ১৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং এর মধ্যে আটটি মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আটটি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৪৩ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তার আগে ১৩ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তবে আসামিপক্ষের আইনজীবী প্রত্যেক মামলায় রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আইনজীবী আদালতকে বলেন, এর আগে বিভিন্ন মামলায় মামুনকে ১৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে কোনো অগ্রগতি নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। মিথ্যাভাবে হয়রানি করার জন্য তাকে এসব মামলায় গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সাতটি হত্যা মামলায় ও নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় প্রথমে গ্রেপ্তার দেখানো হয় ও পরে রিমান্ডে নেওয়ার আদেশ হয়। অন্য থানার পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
যাত্রাবাড়ী থানার শাকিব হাসান হত্যা মামলায় ৭ দিন, ইমন হোসেন গাজী হত্যা মামলায় ৭ দিন, ইরফান ভূইয়া হত্যা মামলায় ৫ দিন, মুনতাসির রহমান হত্যা মামলায় ৫ দিন, সুজন হত্যা মামলায় ৫ দিন, মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় ৫ দিন ও রফিকুল ইসলাম হত্যা মামলায় ৪ দিন এবং নিউমার্কেট থানায় করা তাহির জামান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পর দিন মোহাম্মদপুর থানার আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পর্যায়ক্রমে রিমান্ডে দেওয়া হয়। তাকে পর্যায়ক্রমে ১৮টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নতুন করে ১৩টি মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে তাঁকে মোট ৩১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৯ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১০ ঘণ্টা আগে