নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সেই সঙ্গে প্রতিশ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। সংলাপে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এই কারণে এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না—এটা দীর্ঘদিনের বিষয়।’
সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে শঙ্কার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আর এক দিন পর জুলাই মাস। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই। জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আমরা আশা করেছিলাম, আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই সকলে মিলে সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে, তা আপনাদের ওপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত।
তবে এটা আমরা বলতে পারি, জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে গতকালের সংলাপে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. আইয়ুব মিয়াও উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে আলী রীয়াজ জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে।
জানে গেছে, উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি, এনডিএম, লেবার পার্টি, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। অন্যদিকে সিপিবি ও বাসদ এক কক্ষবিশিষ্ট সংসদের দাবি করেছে। আগামী সংসদ নির্বাচন বিদ্যমান নিয়মে এবং তার পরের সংসদ সংখ্যানুপাতিকে করার দাবি করেছে দল দুটি।
সংবিধান সংস্কার কমিশন ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব করেছিল। সেটি সংশোধন করে ‘সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। এই কমিটির কার্যপরিধি গতকাল দলগুলোর সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, নিয়োগ কমিটি সুনির্দিষ্টভাবে ছয় কমিশনের প্রধান ও সদস্য নিয়োগ এবং এ ছাড়া আইনের দ্বারা অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করবে। এগুলো হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন মনে করে, এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলী রীয়াজ আরও বলেন, ‘এই কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যায়, এই ধরনের একটি কাঠামোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন আছে। কাঠামোগত ক্ষেত্রে আরেকটু আলোচনা ও সুস্পষ্ট হওয়া দরকার। যেসব দল এখনো এই প্রস্তাবে সম্মত হয়নি, আমরা কমিশনের পক্ষ থেকে তাদের অনুরোধ করেছি, তাদের পুনর্বিবেচনা করার সুযোগ আছে কি না। আশা করছি, যে সমস্ত দল এখন পর্যন্ত একমত হতে পারছে না, তারা এইগুলো পুনর্বিবেচনা করবে।’

রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সেই সঙ্গে প্রতিশ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। সংলাপে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এই কারণে এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না—এটা দীর্ঘদিনের বিষয়।’
সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে শঙ্কার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আর এক দিন পর জুলাই মাস। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই। জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আমরা আশা করেছিলাম, আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই সকলে মিলে সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে, তা আপনাদের ওপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত।
তবে এটা আমরা বলতে পারি, জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সভাপতিত্বে গতকালের সংলাপে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. আইয়ুব মিয়াও উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে আলী রীয়াজ জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে।
জানে গেছে, উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি, এনডিএম, লেবার পার্টি, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। অন্যদিকে সিপিবি ও বাসদ এক কক্ষবিশিষ্ট সংসদের দাবি করেছে। আগামী সংসদ নির্বাচন বিদ্যমান নিয়মে এবং তার পরের সংসদ সংখ্যানুপাতিকে করার দাবি করেছে দল দুটি।
সংবিধান সংস্কার কমিশন ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব করেছিল। সেটি সংশোধন করে ‘সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। এই কমিটির কার্যপরিধি গতকাল দলগুলোর সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, নিয়োগ কমিটি সুনির্দিষ্টভাবে ছয় কমিশনের প্রধান ও সদস্য নিয়োগ এবং এ ছাড়া আইনের দ্বারা অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করবে। এগুলো হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন মনে করে, এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলী রীয়াজ আরও বলেন, ‘এই কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যায়, এই ধরনের একটি কাঠামোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন আছে। কাঠামোগত ক্ষেত্রে আরেকটু আলোচনা ও সুস্পষ্ট হওয়া দরকার। যেসব দল এখনো এই প্রস্তাবে সম্মত হয়নি, আমরা কমিশনের পক্ষ থেকে তাদের অনুরোধ করেছি, তাদের পুনর্বিবেচনা করার সুযোগ আছে কি না। আশা করছি, যে সমস্ত দল এখন পর্যন্ত একমত হতে পারছে না, তারা এইগুলো পুনর্বিবেচনা করবে।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন।
৩ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে