নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতসহ আট দেশে বাংলাদেশিদের ভ্রমণ এবং এ দেশগুলো থেকে বাংলাদেশে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এমনকি এ সময়ে এয়ার বাবল চুক্তির আওতায় চলমান ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া ভ্রমণের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ দেশগুলো থেকে বাংলাদেশে কোনো নাগরিক প্রবেশ করতে পারবে না। শুধু প্রবাসী বাংলাদেশিরা ও অনাবাসী নাগরিকেরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তবে বাংলাদেশে প্রবেশের জন্য এসব বাংলাদেশিদের বিশেষ অনুমতিপত্র থাকতে হবে। বাংলাদেশে আসার পর বাংলাদেশিদের অবশ্যই নিজ খরচে সরকার মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশি নাগরিকদের উড়োজাহাজের বোর্ডিং পাস দেওয়ার আগে তাঁদের হোটেল বুকিংয়ের প্রমাণ যাচাই করতে উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ের কোনো নাগরিক যদি বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া হয়ে বাংলাদেশে ট্রানজিট নিয়ে অন্য গন্তব্যে যেতে চায়, তবে তা অনুমোদন করবে সরকার। তবে সেই সব যাত্রীদের অবশ্যই বিমানবন্দরের ভেতরেই থাকতে হবে।
এ ছাড়া আরও ১২টি দেশ থেকে বাংলাদেশ প্রবেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ের বাংলাদেশ থেকে ভ্রমণে কোনো বাঁধা নেই। নাগরিকদের টিকা নেওয়া না থাকলে বাংলাদেশে প্রবেশের সময়ে অবশ্যই নিজ খরচে সরকারের মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণের সময়ে উড়োজাহাজের বোর্ডিং পাস দেওয়ার আগে তাঁদের হোটেল বুকিংয়ের প্রমাণ যাচাই করতে উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা নেওয়া থাকলে নিজ বাসায় বা হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে তাঁদের যদি করোনার লক্ষণ পাওয়া যায় তবে অবশ্যই নিজ খরচে সরকার মনোনীত স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সম্পন্ন করতে হবে।
এর বাইরে বাকি দেশগুলোর যাত্রীদের নিজ বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যদি যাত্রীদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়, তাহলে সরকার মনোনীত হাসপাতালে আরও পরীক্ষা ও সরকার মনোনীত স্থাপনায় নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশে ভ্রমণের সময়ে ১০ বছরের শিশু ছাড়া সকল যাত্রীদের অবশ্যই পিসিআর পরীক্ষার মাধ্যমে করোনার নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। আর এ পরীক্ষা ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। কূটনৈতিক বা তাঁদের পরিবারের সদস্যরা নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবে। সকল ধরনের প্রাতিষ্ঠানিক ও নিজ বাসায় কোয়ারেন্টাইন স্থানীয় প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে।

ভারতসহ আট দেশে বাংলাদেশিদের ভ্রমণ এবং এ দেশগুলো থেকে বাংলাদেশে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এমনকি এ সময়ে এয়ার বাবল চুক্তির আওতায় চলমান ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া ভ্রমণের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ দেশগুলো থেকে বাংলাদেশে কোনো নাগরিক প্রবেশ করতে পারবে না। শুধু প্রবাসী বাংলাদেশিরা ও অনাবাসী নাগরিকেরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তবে বাংলাদেশে প্রবেশের জন্য এসব বাংলাদেশিদের বিশেষ অনুমতিপত্র থাকতে হবে। বাংলাদেশে আসার পর বাংলাদেশিদের অবশ্যই নিজ খরচে সরকার মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশি নাগরিকদের উড়োজাহাজের বোর্ডিং পাস দেওয়ার আগে তাঁদের হোটেল বুকিংয়ের প্রমাণ যাচাই করতে উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ের কোনো নাগরিক যদি বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া হয়ে বাংলাদেশে ট্রানজিট নিয়ে অন্য গন্তব্যে যেতে চায়, তবে তা অনুমোদন করবে সরকার। তবে সেই সব যাত্রীদের অবশ্যই বিমানবন্দরের ভেতরেই থাকতে হবে।
এ ছাড়া আরও ১২টি দেশ থেকে বাংলাদেশ প্রবেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ের বাংলাদেশ থেকে ভ্রমণে কোনো বাঁধা নেই। নাগরিকদের টিকা নেওয়া না থাকলে বাংলাদেশে প্রবেশের সময়ে অবশ্যই নিজ খরচে সরকারের মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণের সময়ে উড়োজাহাজের বোর্ডিং পাস দেওয়ার আগে তাঁদের হোটেল বুকিংয়ের প্রমাণ যাচাই করতে উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা নেওয়া থাকলে নিজ বাসায় বা হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে তাঁদের যদি করোনার লক্ষণ পাওয়া যায় তবে অবশ্যই নিজ খরচে সরকার মনোনীত স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সম্পন্ন করতে হবে।
এর বাইরে বাকি দেশগুলোর যাত্রীদের নিজ বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যদি যাত্রীদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়, তাহলে সরকার মনোনীত হাসপাতালে আরও পরীক্ষা ও সরকার মনোনীত স্থাপনায় নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশে ভ্রমণের সময়ে ১০ বছরের শিশু ছাড়া সকল যাত্রীদের অবশ্যই পিসিআর পরীক্ষার মাধ্যমে করোনার নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। আর এ পরীক্ষা ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। কূটনৈতিক বা তাঁদের পরিবারের সদস্যরা নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবে। সকল ধরনের প্রাতিষ্ঠানিক ও নিজ বাসায় কোয়ারেন্টাইন স্থানীয় প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে