কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে আগে থেকে ভিসা করার প্রয়োজন পড়বে না আর। দেশটির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা আবার চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এই ঘোষণা দেন। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালদ্বীপের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু এবং বাংলাদেশে পড়াশোনা করা দেশটির শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানান। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন-অ্যারাইভাল ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে মালদ্বীপসহ সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশের দেওয়া অন-অ্যারাইভাল ভিসা সুবিধা গত বছরের মার্চে রদ করা হয়। এখন করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে, এই সুবিধা আবার চালুর সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী।
যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগের উন্নয়নে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, মৎস্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ছয় দিনের সফরে মালদ্বীপ পৌঁছান। সফর শেষে আগামী সোমবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মালদ্বীপের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে আগে থেকে ভিসা করার প্রয়োজন পড়বে না আর। দেশটির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা আবার চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এই ঘোষণা দেন। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালদ্বীপের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু এবং বাংলাদেশে পড়াশোনা করা দেশটির শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানান। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন-অ্যারাইভাল ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে মালদ্বীপসহ সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশের দেওয়া অন-অ্যারাইভাল ভিসা সুবিধা গত বছরের মার্চে রদ করা হয়। এখন করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে, এই সুবিধা আবার চালুর সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী।
যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগের উন্নয়নে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, মৎস্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ছয় দিনের সফরে মালদ্বীপ পৌঁছান। সফর শেষে আগামী সোমবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে