নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনের সময় কোনো প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগলে বা কোনো দল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করলে কী হবে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছে ঢাকায় সফররত পর্যবেক্ষকদল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। এবার তাদের প্রতিনিধিদলের নেতা ২০১৮ সালের নির্বাচনেও এসেছিলেন। নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছি কিনা—তা জানতে চেয়েছে তারা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সহিংস ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এখানে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
আজকের বৈঠকে সহিংসতার বিষয়টি এসেছেন কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বলেছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারব কিনা? তাঁরা জিজ্ঞাসা করেছেন, বিরোধী দল নির্বাচনে এলে সঠিকভাবে তারা প্রচার চালাতে পারবে কিনা। আমরা বলে দিয়েছি, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা সর্বময় ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বে সেই এলাকার নির্বাচন হবে। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতার কথাও বলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনে হবে, এমন প্রত্যাশাই তাঁরা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, ‘এই নির্বাচন কমিশন এরই মধ্যে ৫ হাজার ৩০০টি নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন থাকে। এখানের পুলিশ সুপ্রশিক্ষিত। কীভাবে নির্বাচনকে পরিচালনা করতে হয়, তা তারা জানে। আগের মতো সহিংসতা দেশে হয় না। নির্বাচনের সময় এখানে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। আগে ৮০ ও ৯০–এর দশকে সহিংসতা হলেও এখন দেশে এমন কিছু ঘটে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনের সময় কোনো প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগলে বা কোনো দল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করলে কী হবে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছে ঢাকায় সফররত পর্যবেক্ষকদল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। এবার তাদের প্রতিনিধিদলের নেতা ২০১৮ সালের নির্বাচনেও এসেছিলেন। নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছি কিনা—তা জানতে চেয়েছে তারা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সহিংস ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এখানে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
আজকের বৈঠকে সহিংসতার বিষয়টি এসেছেন কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বলেছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারব কিনা? তাঁরা জিজ্ঞাসা করেছেন, বিরোধী দল নির্বাচনে এলে সঠিকভাবে তারা প্রচার চালাতে পারবে কিনা। আমরা বলে দিয়েছি, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা সর্বময় ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বে সেই এলাকার নির্বাচন হবে। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতার কথাও বলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনে হবে, এমন প্রত্যাশাই তাঁরা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, ‘এই নির্বাচন কমিশন এরই মধ্যে ৫ হাজার ৩০০টি নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন থাকে। এখানের পুলিশ সুপ্রশিক্ষিত। কীভাবে নির্বাচনকে পরিচালনা করতে হয়, তা তারা জানে। আগের মতো সহিংসতা দেশে হয় না। নির্বাচনের সময় এখানে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। আগে ৮০ ও ৯০–এর দশকে সহিংসতা হলেও এখন দেশে এমন কিছু ঘটে না।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে