
মেগা প্রকল্পসহ খাদ্য বিভাগের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী খাদ্য অধিদপ্তর নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রোববার রাজধানীর খাদ্য ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা সমিতির নেতা উত্তম কুমার রায়, আনোয়ার হোসেন হিটলার, লোকমান হাকিম প্রমুখ।
ঐক্য পরিষদ নেতাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদ খাদ্য ক্যাডারে ক্যাডারভুক্ত করতে হবে; খাদ্য পরিদর্শক ও সাইলো সুপারভাইজারদের প্রথম গ্রেড এবং অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীত করতে হবে; পাশাপাশি আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদের আপগ্রেড করতে হবে; এ ছাড়া বিদ্যমান বদলি নীতিমালা সংশোধন ও দলীয় বিবেচনায় নীতিমালা বহির্ভূত বদলি বাতিল করতে হবে;
দাবিতে আরও বলা হয়, নিয়োগবিধি সংশোধন করে আউটসোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোটা ও ফিডার পদের চাকরিকালীন বৈষম্য নিরসন করতে হবে; খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের রেশনের আওতায় আনতে হবে; ত্রাণ মন্ত্রণালয়কে দেওয়া তেজগাঁও সিএসডির জায়গা খাদ্য বিভাগকে ফেরত নিতে হবে; সাবেক মন্ত্রীর গম কেলেঙ্কারির তদন্ত এবং অপ্রয়োজনীয় জিটুজির পরিবর্তে প্রতিযোগিতামূলক দরে খাদ্যশস্য কিনতে হবে; এ ছাড়া পুষ্টি চালের মিশ্রণ ও পরিবহনের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধ করতে হবে।

মেগা প্রকল্পসহ খাদ্য বিভাগের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী খাদ্য অধিদপ্তর নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রোববার রাজধানীর খাদ্য ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা সমিতির নেতা উত্তম কুমার রায়, আনোয়ার হোসেন হিটলার, লোকমান হাকিম প্রমুখ।
ঐক্য পরিষদ নেতাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদ খাদ্য ক্যাডারে ক্যাডারভুক্ত করতে হবে; খাদ্য পরিদর্শক ও সাইলো সুপারভাইজারদের প্রথম গ্রেড এবং অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীত করতে হবে; পাশাপাশি আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদের আপগ্রেড করতে হবে; এ ছাড়া বিদ্যমান বদলি নীতিমালা সংশোধন ও দলীয় বিবেচনায় নীতিমালা বহির্ভূত বদলি বাতিল করতে হবে;
দাবিতে আরও বলা হয়, নিয়োগবিধি সংশোধন করে আউটসোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোটা ও ফিডার পদের চাকরিকালীন বৈষম্য নিরসন করতে হবে; খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের রেশনের আওতায় আনতে হবে; ত্রাণ মন্ত্রণালয়কে দেওয়া তেজগাঁও সিএসডির জায়গা খাদ্য বিভাগকে ফেরত নিতে হবে; সাবেক মন্ত্রীর গম কেলেঙ্কারির তদন্ত এবং অপ্রয়োজনীয় জিটুজির পরিবর্তে প্রতিযোগিতামূলক দরে খাদ্যশস্য কিনতে হবে; এ ছাড়া পুষ্টি চালের মিশ্রণ ও পরিবহনের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধ করতে হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৯ মিনিট আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২৫ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে...
১ ঘণ্টা আগে
২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে