নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোরো ধান উৎপাদনে খরচের ওপর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ‘বাংলাদেশ কৃষক মজুর সংহতি’। আজ ৮ মে (বৃহস্পতিবার) সংগঠনটির হাতিরপুলে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ জেলায় পরিচালিত সরেজমিন তদন্তের ভিত্তিতে তাঁরা ৮টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি, কৃষকখানাতে পুঞ্জীভূত ঋণ, সরকারি গুদামে ধান দিতে কৃষকদের অনাগ্রহ এবং ধান সংগ্রহে কর্মকর্তাদের অনাগ্রহ, কৃষক পরিচয়পত্র ও সঠিক তালিকার অভাব, কৃষকের গোলাঘরে শস্য সংরক্ষণের ক্ষমতা হ্রাস, কৃষিপণ্য পরিবহন ব্যয় অত্যধিক। তা ছাড়া রয়েছে গ্রামীণ ছোট চাতাল ও ধানের মিল কমে যাওয়া।
বোরো ধানের উৎপাদন খরচের ৮টি সমস্যা ও এর সমাধানে ৭ দফা সুপারিশ প্রস্তাব নিয়ে সংগঠনটির প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওই তদন্ত প্রতিবেদন খাদ্য উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে দেখেছেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনের ৭ দফা সুপারিশের মধ্যে রয়েছে—কৃষকদের সমন্বিত ডেটাবেজ তৈরি, খাদ্য অফিসারদের জবাবদিহিতা, ঋণ সরবরাহ বাড়ানো, গ্রামীণ গুদাম ও সংরক্ষণাগার গড়ে তোলা, ‘কৃষকের অ্যাপ’ জনপ্রিয় করা, সেনাবাহিনীর নজরদারি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু করা।

বোরো ধান উৎপাদনে খরচের ওপর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ‘বাংলাদেশ কৃষক মজুর সংহতি’। আজ ৮ মে (বৃহস্পতিবার) সংগঠনটির হাতিরপুলে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ জেলায় পরিচালিত সরেজমিন তদন্তের ভিত্তিতে তাঁরা ৮টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি, কৃষকখানাতে পুঞ্জীভূত ঋণ, সরকারি গুদামে ধান দিতে কৃষকদের অনাগ্রহ এবং ধান সংগ্রহে কর্মকর্তাদের অনাগ্রহ, কৃষক পরিচয়পত্র ও সঠিক তালিকার অভাব, কৃষকের গোলাঘরে শস্য সংরক্ষণের ক্ষমতা হ্রাস, কৃষিপণ্য পরিবহন ব্যয় অত্যধিক। তা ছাড়া রয়েছে গ্রামীণ ছোট চাতাল ও ধানের মিল কমে যাওয়া।
বোরো ধানের উৎপাদন খরচের ৮টি সমস্যা ও এর সমাধানে ৭ দফা সুপারিশ প্রস্তাব নিয়ে সংগঠনটির প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওই তদন্ত প্রতিবেদন খাদ্য উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে দেখেছেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনের ৭ দফা সুপারিশের মধ্যে রয়েছে—কৃষকদের সমন্বিত ডেটাবেজ তৈরি, খাদ্য অফিসারদের জবাবদিহিতা, ঋণ সরবরাহ বাড়ানো, গ্রামীণ গুদাম ও সংরক্ষণাগার গড়ে তোলা, ‘কৃষকের অ্যাপ’ জনপ্রিয় করা, সেনাবাহিনীর নজরদারি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু করা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে