Ajker Patrika

এখন ডেঙ্গু আক্রান্তদের করোনার ভয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৪: ৫৮
এখন ডেঙ্গু আক্রান্তদের করোনার ভয়

ডেঙ্গু আক্রান্তদের করোনার ভয় রয়েছে। আবার করোনা রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে তাদের ভয় বেশি। তাই এডিস মশা নিয়ন্ত্রণে ব্যাপক জোর দেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা। তবে রাজধানীসহ দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত তিন দিনে কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এতে ডেঙ্গু রোগীরা করোনায় আক্রান্ত হতে পারেন। আবার করোনায় আক্রান্ত রোগীরও ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে ব্যাপক জোর দিতে হবে। কীটতত্ত্ববিদের সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনে পদ তৈরি করতে হবে।’

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নিশ্চিত করেছে। তবে প্রকৃত সংখ্যা এর বেশি হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গু রোগে মৃত্যুর বিষয়ে পর্যবেক্ষণে নিয়োজিতরা বর্তমানে আইইডিসিআরে আসতে পারছেন না। এ কারণে মৃত্যুর বিষয় নিশ্চিত হতে সময় লাগছে।

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে এলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে ১ হাজার ২৪৩ জন রোগী ভর্তি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ২১৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ২০৮ জন। আগের দিন শনাক্ত হয়েছে ২৩৭ জন। এর আগের দিন ছিল ২৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩ হাজার ৯০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৮৩৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১ হাজার ৫৫ জন। এঁদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১ হাজার ১২ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছে ৪৩ জন।

দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালাচ্ছে এডিসের লার্ভা শনাক্ত করতে। এতে জেল-জরিমানাও করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত