আজকের পত্রিকা ডেস্ক

জিএসপির জন্য শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়ন করতে বলেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘শ্রমিক অধিকারকে আরও যুগোপযোগী করাসহ ১১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। শ্রমিক অধিকারের বিষয়গুলো কমপ্লায়েন্স করতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাব।’
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বাণিজ্যসচিব বলেন, ‘এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন অ্যাকটিভিটিস করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে তারা নিয়মিত ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছে। আমরা আমাদের দিক থেকে কীভাবে ট্রেড বাড়ানো, মার্কেট এক্সেস বাড়ানোর জন্য তাদের তাগিদ দিয়েছি। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।’
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কারকাজে হাত দিয়েছে, লেবার খাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। মূলত তারা লেবার রাইটস ও লেবার ইউনিয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আসছে। আর আমরা আমেরিকার অর্থনীতিতে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর কথা বলেছি।’
এ ছাড়া আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।’
চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য; বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এই আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

জিএসপির জন্য শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়ন করতে বলেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘শ্রমিক অধিকারকে আরও যুগোপযোগী করাসহ ১১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। শ্রমিক অধিকারের বিষয়গুলো কমপ্লায়েন্স করতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাব।’
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, মার্কিন দূতাবাসের প্রধান মেগান বোল্ডিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বাণিজ্যসচিব বলেন, ‘এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। মূলত শ্রমিকের জীবনযাপন, মানোন্নয়ন এবং ইউনিয়ন অ্যাকটিভিটিস করার জন্য এগুলো করা হচ্ছে। আমরা সবাই এক লাইনেই কাজ করছি। আজকে তারা নিয়মিত ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছে। আমরা আমাদের দিক থেকে কীভাবে ট্রেড বাড়ানো, মার্কেট এক্সেস বাড়ানোর জন্য তাদের তাগিদ দিয়েছি। তারা এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।’
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার অনেক সংস্কারকাজে হাত দিয়েছে, লেবার খাতেও সংস্কার করার জন্য আলাদা একটি টিম কাজ করছে। এখানে শ্রম, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। মূলত তারা লেবার রাইটস ও লেবার ইউনিয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আসছে। আর আমরা আমেরিকার অর্থনীতিতে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর কথা বলেছি।’
এ ছাড়া আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে চাই। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।’
চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য; বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এই আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৬ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৮ ঘণ্টা আগে