Ajker Patrika

চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি আগামী সপ্তাহে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৫: ২৮
চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি আগামী সপ্তাহে 

টিকা পাওয়া নিয়ে কোনো কার্যক্রম আটকে নেই জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের সঙ্গে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। একই সঙ্গে চীনের ভ্যাকসিন পেতে আরও চুক্তিবদ্ধ হচ্ছি। 

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদন অপেক্ষায় আছে, ভারতের কাছে পাওয়া আছে ২ কোটি ৩০ লাখ টিকা। কোন কার্যক্রম আটকে নাই। 

রোববার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টায় মহাখালীর বিসিপিএস ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

নাকের মাধ্যমে করোনার টিকার ব্যাপারে এখনো কিছু জানেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাসের শেষে ৫০ লাখ ভ্যাকসিন আসবে, টিকা পাওয়া সাপেক্ষে টিকা দান কার্যক্রম চলবে। 

বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে পরামর্শক কমিটির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, তাঁরা সব সময় ভালো পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু মানুষের জীবন–জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয়। 

টিকা সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের গণ টিকা দান কর্মসূচি চালিয়ে নেওয়া যাচ্ছে না জানিয়ে জাহিদ মালেক বলেন, পরীক্ষামূলক গণ টিকা কার্যক্রম আমরা চালিয়েছি। এক দিনে ৩৪ লাখ মানুষকে টিকা দিয়েছি। টিকা হাতে এলেই আবার এই ক্যাম্পেইন হাতে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত