Ajker Patrika

‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত ঘোষণা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত ঘোষণা 

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিকে’ পরিত্যক্ত করল বাংলাদেশ। এ সংক্রান্ত এক চিঠি বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে পাঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।

সূত্র জানায়, চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে বাংলার সমৃদ্ধির নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত