নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীসহ আওয়ামী সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম।
সানজিদা ইসলাম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জিয়াউল আহসান, তারেক সিদ্দিকীর মতো যারা গুম খুনের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে জবানবন্দি নিতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরের মতো গুম করে রাখার যতগুলো ঘর আছে সেখানে বন্দী, আমাদের যত ভাইয়েরা বেঁচে আছেন, তাঁদের ফেরত দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এসব আয়নাঘরকে ভেঙে দিতে হবে। এ রকম আয়নাঘর আর থাকবে না বাংলাদেশে। আমাদের এই দেশে গুম–খুনের মতো এতো বড় মানবাধিকার লঙ্ঘন আমরা আর সহ্য করব না।’
গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে মায়ের ডাকের বৈঠকে ওই ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মাঝখানে যখন পেগাসাস আনা হয়েছিল, সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। সেটা নিয়ে রাজনৈতিক নেতা–কর্মীসহ সমাজকর্মীদের যেভাবে নজরদারি করা হয়েছিল, এখন পর্যন্ত এই সরকার সেখানে হাত দিতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, এখন যারা ক্ষমতায় আছেন—তাঁরা ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে এখন পর্যন্ত আছেন।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘আমরা চাই, পুরো বাংলাদেশের খোলস পাল্টে যতখানি পারেন, সাজিয়ে গড়ে তোলেন। যারা গুম–খুনের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। মায়েয় ডাক মানে মায়ের আকুতি, এই আকুতি শুনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা বলেন, ‘এই সরকার আমাদের আশ্বাস দিয়েছে, যারা গ্রেপ্তার আছেন, তাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকে ছয় দিন হয়ে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে কি খুন করা হয়েছে? যদি তা–ই হয়, তাহলে খুনিরা কই?’
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, ‘গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার যাদের গুম করেছে, তাদের বিচার করতে হবে। জড়িত সেনা কর্মকর্তাদেরও বিচার করতে হবে। আশা করব, এই সরকার এসবের বিচার দ্রুত করবেন।’

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীসহ আওয়ামী সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম।
সানজিদা ইসলাম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জিয়াউল আহসান, তারেক সিদ্দিকীর মতো যারা গুম খুনের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে জবানবন্দি নিতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরের মতো গুম করে রাখার যতগুলো ঘর আছে সেখানে বন্দী, আমাদের যত ভাইয়েরা বেঁচে আছেন, তাঁদের ফেরত দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এসব আয়নাঘরকে ভেঙে দিতে হবে। এ রকম আয়নাঘর আর থাকবে না বাংলাদেশে। আমাদের এই দেশে গুম–খুনের মতো এতো বড় মানবাধিকার লঙ্ঘন আমরা আর সহ্য করব না।’
গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে মায়ের ডাকের বৈঠকে ওই ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মাঝখানে যখন পেগাসাস আনা হয়েছিল, সেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল। সেটা নিয়ে রাজনৈতিক নেতা–কর্মীসহ সমাজকর্মীদের যেভাবে নজরদারি করা হয়েছিল, এখন পর্যন্ত এই সরকার সেখানে হাত দিতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, এখন যারা ক্ষমতায় আছেন—তাঁরা ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে এখন পর্যন্ত আছেন।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘আমরা চাই, পুরো বাংলাদেশের খোলস পাল্টে যতখানি পারেন, সাজিয়ে গড়ে তোলেন। যারা গুম–খুনের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। মায়েয় ডাক মানে মায়ের আকুতি, এই আকুতি শুনতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা বলেন, ‘এই সরকার আমাদের আশ্বাস দিয়েছে, যারা গ্রেপ্তার আছেন, তাদের মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকে ছয় দিন হয়ে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে কি খুন করা হয়েছে? যদি তা–ই হয়, তাহলে খুনিরা কই?’
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, ‘গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার যাদের গুম করেছে, তাদের বিচার করতে হবে। জড়িত সেনা কর্মকর্তাদেরও বিচার করতে হবে। আশা করব, এই সরকার এসবের বিচার দ্রুত করবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৭ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে