নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করলেও নিজ দেশে এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেননি দেশের হাফেজগণ। তাদের এই আক্ষেপ অবশেষে ঘুচেছে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আন্তর্জাতিক কিরাত সংস্থা, বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে ফরিদুল হক খান বলেন, ‘আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সঙ্গে হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে এটা খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কোরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরও তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘আমাদের দেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। কোরআনের ওপর এমন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে তা খুবই আনন্দের বিষয়। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্যবস্থা করা অত্যন্ত কঠিন কাজ। আমি আশা করি, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এটি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক কিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

বাংলাদেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করলেও নিজ দেশে এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেননি দেশের হাফেজগণ। তাদের এই আক্ষেপ অবশেষে ঘুচেছে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আন্তর্জাতিক কিরাত সংস্থা, বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে ফরিদুল হক খান বলেন, ‘আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সঙ্গে হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে এটা খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কোরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরও তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘আমাদের দেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। কোরআনের ওপর এমন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে তা খুবই আনন্দের বিষয়। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্যবস্থা করা অত্যন্ত কঠিন কাজ। আমি আশা করি, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এটি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক কিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়ে গেলেন নির্বাচনী প্রতীক। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারের লড়াই। ভোট চেয়ে প্রচার চালানো যাবে বুধবার মধ্যরাত থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে...
১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। জবানবন্দিতে তিনি গুম থাকার সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...
২ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএসে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ ঘণ্টা আগে