Ajker Patrika

শ্রমিকনেতা শহিদুল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি মার্কিন রাষ্ট্রদূতের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
শ্রমিকনেতা শহিদুল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি মার্কিন রাষ্ট্রদূতের

গাজীপুরে শ্রমিকনেতা শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, উক্ত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করতে আজ বুধবার রাজধানীর রামপুরায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। 

সেখানে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশের পাশাপাশি উক্ত মন্তব্য করেছেন বলে ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

শহিদুলের হত্যাকাণ্ডের মামলাটির তদন্তের ওপর দূতাবাসের সার্বক্ষণিক নজর থাকবে, রাষ্ট্রদূত এমন মন্তব্য করেছেন বলে কল্পনা আক্তার জানান। 

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা না দেওয়ায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কয়েক দফা আন্দোলন করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা-কর্মীদের জানান। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গত ২৫ জুন রাতে সাড়ে ৯টার দিকে শহিদুল ইসলাম উক্ত কারখানায় যান। কিন্তু কোনো সমাধান না মেলায় পরদিন ২৬ জুন শ্রমিকদের নিয়ে কলকারখানা অধিদপ্তরের কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেরিয়ে যান তিনি। সেখানে কথা বলে বেরিয়ে আসার পর কিছু দূর গেলে তাঁর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 

নিহত শহিদুল (৪৫) ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। কল্পনা আক্তার বলেন, পূর্ব পরিকল্পনা করেই শহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মামলার প্রধান আসামি মাজহারুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত