নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন।
২ ঘণ্টা আগেআইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতীয় অনলাইন পোর্টাল ‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া’য় প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বিবৃতি দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার রাতে ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
৩ ঘণ্টা আগেসংস্কার প্রক্রিয়ায় সকলেই একত্র আছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘সবাই মিলেই আমরা চেষ্টা করছি। এটি কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবল মাত্র রাজনৈতিক দলের বিষয় নয়, সবার বিষয়।’
৫ ঘণ্টা আগেতৃতীয় দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি এভিয়েশন খাতের পরিভাষায় ‘ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইট’ নামে পরিচিত। বাংলাদেশে আকাশপথে যাত্রী পরিবহনে বর্তমানে এ সুবিধা দেওয়া হয় না। ফলে বিদেশি এয়ারলাইনসগুলোকে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে যাত্রী পরিবহনে প্রথমে নিজ দেশে যেতে হয়, তারপর তৃতীয় দেশে যেতে হয়।
৫ ঘণ্টা আগে