নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলা নির্বাচনের তফসিল আগামী ১ এপ্রিল (সোমবার) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সেদিন কমিশনের ৩০তম সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ১ এপ্রিল ঘোষণা করা হবে।
অশোক কুমার বলেন, ১ এপ্রিল কমিশন সভায় এই ধাপের মনোনয়ন দাখিলসহ অন্যান্য তারিখ নির্ধারণ করা হবে। এ ছাড়া কোনো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, বা করলেও কতটিতে ইভিএম এবং কতটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে—সে বিষয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।
২১ মার্চ প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমে মাধ্যমে ২২টি উপজেলায় এবং ১৩০টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
যেহেতু প্রথমাবের মতো অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে কমিশন। তাই কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য ইতিমধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কমিশন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পুরো নির্দেশনা ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।
৪ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
৩ ঘণ্টা আগে