নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।

আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।

২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩ ঘণ্টা আগে