
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তাঁর মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।
আজ বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।’
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।’ এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।’

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তাঁর মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।
আজ বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।’
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।’ এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।’

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২৭ মিনিট আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
২ ঘণ্টা আগে