ঢাকায় গুতেরেস
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মহাসচিব তাঁর রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।
এই সফরে রোহিঙ্গা সংকট ও এর সমাধানে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার মতো দেশটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বৈঠকের পর গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম কক্সবাজার বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।
জাতিসংঘের প্রধান শরণার্থীশিবিরে কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টিপারপাস সার্ভিস সেন্টার ও একটি পাট উৎপাদন স্থাপনা। তাঁর রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারের কর্মসূচিতে যোগ দেবেন। দুই নেতা সেখানে রোহিঙ্গা, ইমাম ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। গুতেরেস আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
আগামীকাল জাতিসংঘের মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।
আগামীকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। তিনি যুবসমাজের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
এরপর গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একই দিনে জাতিসংঘের প্রধানের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
আগামী রোববার সকালে জাতিসংঘের মহাসচিব ঢাকা ত্যাগ করবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মহাসচিব তাঁর রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।
এই সফরে রোহিঙ্গা সংকট ও এর সমাধানে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার মতো দেশটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
বৈঠকের পর গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম কক্সবাজার বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।
জাতিসংঘের প্রধান শরণার্থীশিবিরে কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টিপারপাস সার্ভিস সেন্টার ও একটি পাট উৎপাদন স্থাপনা। তাঁর রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারের কর্মসূচিতে যোগ দেবেন। দুই নেতা সেখানে রোহিঙ্গা, ইমাম ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। গুতেরেস আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
আগামীকাল জাতিসংঘের মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।
আগামীকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। তিনি যুবসমাজের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
এরপর গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একই দিনে জাতিসংঘের প্রধানের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
আগামী রোববার সকালে জাতিসংঘের মহাসচিব ঢাকা ত্যাগ করবেন।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে