কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

উপকূলে নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া অ্যানেকিন হুইটফেল্টকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। তাঁরা ইউক্রেনে কার্যকর যুদ্ধবিরতিতে অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্যাপনে নতুন নিয়োগ হওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
নির্বাচন ও ইউক্রেন ইস্যুর বাইরে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ কে আবদুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জাহাজ ভাঙা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে জানতে চান।
এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন অগ্রাধিকার বলেও স্বীকার করে নেন।

উপকূলে নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া অ্যানেকিন হুইটফেল্টকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। তাঁরা ইউক্রেনে কার্যকর যুদ্ধবিরতিতে অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্যাপনে নতুন নিয়োগ হওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
নির্বাচন ও ইউক্রেন ইস্যুর বাইরে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ কে আবদুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জাহাজ ভাঙা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে জানতে চান।
এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন অগ্রাধিকার বলেও স্বীকার করে নেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৭ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে