কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

উপকূলে নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া অ্যানেকিন হুইটফেল্টকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। তাঁরা ইউক্রেনে কার্যকর যুদ্ধবিরতিতে অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্যাপনে নতুন নিয়োগ হওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
নির্বাচন ও ইউক্রেন ইস্যুর বাইরে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ কে আবদুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জাহাজ ভাঙা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে জানতে চান।
এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন অগ্রাধিকার বলেও স্বীকার করে নেন।

উপকূলে নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নরওয়ে। বাংলাদেশ সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া অ্যানেকিন হুইটফেল্টকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। তাঁরা ইউক্রেনে কার্যকর যুদ্ধবিরতিতে অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্যাপনে নতুন নিয়োগ হওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
নির্বাচন ও ইউক্রেন ইস্যুর বাইরে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ কে আবদুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জাহাজ ভাঙা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে জানতে চান।
এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন অগ্রাধিকার বলেও স্বীকার করে নেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
১০ ঘণ্টা আগে