নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীমানা নির্ধারণ আইনে ছাপার ভুল ছিল। সেটি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনো অনুমোদন মেলেনি। অনুমোদন না হলে বিদ্যমান আসন বিন্যাসের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেছেন, ‘সীমানা নির্ধারণ আইনে প্রিন্টিং মিসটেক হয়েছিল, সেটি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ঈদের আগে এ নিয়ে কেবিনেটে মিটিং হয়েছে। এখনো আমরা অনুমোদ পাইনি। অনুমোদন পেলে সীমানা পুনর্নির্ধারণের কাজটা করতে পারব। আর যদি অনুমোদ না হয়, তাহলে বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে, সেই আসনের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘হ্যাঁ, আমাদের তো পরিকল্পনা আছে, কখন কী করব। আজকের যে মিটিং করলাম এটিও পরিকল্পনার অংশ।’
আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে প্লেস করব ৷ এরপর কমিশন চূড়ান্ত করবে।’
নির্বাচনী আচরণবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তন কী কী জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের প্রায় সবগুলোই আচরণবিধির খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কতটি প্রস্তাব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংখ্যা বলতে গেলে আমাকে আচরণবিধির খসড়াটি একটি শেপে এনে দেখতে হবে।’
নির্বাচন আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটা ভালো প্রশ্ন। আমরা পরবর্তীতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে এ নিয়ে বসব। অবস্থাই আমাদের বলবে কী করতে হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে একেবারে লেবেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে চাচ্ছি। এ ক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রয়োজন হবে সেখানে সংশোধন করা হবে।’
সর্বোচ্চ কঠোরতার জন্য কিছু বিধিবিধানের ব্যাপারে কঠোর হবে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুইশ টাকা, পাঁচ শ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানো চিন্তা ভাবনা চলছে। আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে।’
নির্বাচনী প্রচারণায় এবার পোস্টার না রাখার প্রস্তাব এসেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এই রকমই। আমরা সংস্কার কমিশনের প্রস্তাবটাকে ভালোই মনে করছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য কী থাকছে? জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টি আমি এই মুহূর্তে স্পেসিফিক বলতে পারছি না। তবে আছে। অনেক সময় গুজব ছড়ানো হয়, বিষয়টি নজরে আনলে তিনি বলেন, এগুলো সবই যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেভাবে আমরা প্রস্তাব করছি।’
নতুন দলের নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যদি অনেকগুলো আবেদন পেয়ে যাই তাহলে এক রকম চিন্তা হবে। দলগুলোর প্রত্যাশা কী, আমরা এই মুহূর্তে তো সেটি বুঝতে পারছি না। ২০ তারিখেই আমরা বুঝব, আদৌ সময় বাড়ানোর প্রয়োজন আছে কিনা। আমার জানামতে একটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। অনেকেই আবেদন করার জন্য তৎপর আছে, তারা আবেদন করবেন। আর নির্ধারিত সময়ের পর আবেদন করলে সেটি আমলে নেওয়া হবে কিনা সেটি নিয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি।’

সীমানা নির্ধারণ আইনে ছাপার ভুল ছিল। সেটি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনো অনুমোদন মেলেনি। অনুমোদন না হলে বিদ্যমান আসন বিন্যাসের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেছেন, ‘সীমানা নির্ধারণ আইনে প্রিন্টিং মিসটেক হয়েছিল, সেটি সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ঈদের আগে এ নিয়ে কেবিনেটে মিটিং হয়েছে। এখনো আমরা অনুমোদ পাইনি। অনুমোদন পেলে সীমানা পুনর্নির্ধারণের কাজটা করতে পারব। আর যদি অনুমোদ না হয়, তাহলে বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে, সেই আসনের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘হ্যাঁ, আমাদের তো পরিকল্পনা আছে, কখন কী করব। আজকের যে মিটিং করলাম এটিও পরিকল্পনার অংশ।’
আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে প্লেস করব ৷ এরপর কমিশন চূড়ান্ত করবে।’
নির্বাচনী আচরণবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তন কী কী জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের প্রায় সবগুলোই আচরণবিধির খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কতটি প্রস্তাব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংখ্যা বলতে গেলে আমাকে আচরণবিধির খসড়াটি একটি শেপে এনে দেখতে হবে।’
নির্বাচন আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটা ভালো প্রশ্ন। আমরা পরবর্তীতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে এ নিয়ে বসব। অবস্থাই আমাদের বলবে কী করতে হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে একেবারে লেবেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে চাচ্ছি। এ ক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রয়োজন হবে সেখানে সংশোধন করা হবে।’
সর্বোচ্চ কঠোরতার জন্য কিছু বিধিবিধানের ব্যাপারে কঠোর হবে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুইশ টাকা, পাঁচ শ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানো চিন্তা ভাবনা চলছে। আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে।’
নির্বাচনী প্রচারণায় এবার পোস্টার না রাখার প্রস্তাব এসেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এই রকমই। আমরা সংস্কার কমিশনের প্রস্তাবটাকে ভালোই মনে করছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য কী থাকছে? জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টি আমি এই মুহূর্তে স্পেসিফিক বলতে পারছি না। তবে আছে। অনেক সময় গুজব ছড়ানো হয়, বিষয়টি নজরে আনলে তিনি বলেন, এগুলো সবই যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেভাবে আমরা প্রস্তাব করছি।’
নতুন দলের নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যদি অনেকগুলো আবেদন পেয়ে যাই তাহলে এক রকম চিন্তা হবে। দলগুলোর প্রত্যাশা কী, আমরা এই মুহূর্তে তো সেটি বুঝতে পারছি না। ২০ তারিখেই আমরা বুঝব, আদৌ সময় বাড়ানোর প্রয়োজন আছে কিনা। আমার জানামতে একটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। অনেকেই আবেদন করার জন্য তৎপর আছে, তারা আবেদন করবেন। আর নির্ধারিত সময়ের পর আবেদন করলে সেটি আমলে নেওয়া হবে কিনা সেটি নিয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি।’

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
১ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
২ ঘণ্টা আগে