আয়নাল হোসেন, ঢাকা
মেট্রোরেলের নিরাপত্তার জন্য স্বতন্ত্র ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট এবং ‘পুলিশ এভিয়েশন’ নামে স্বতন্ত্র ইউনিট গঠন করছে সরকার। এ দুটিসহ বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ৬ হাজার ৬১১টি নতুন পদ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ অধিদপ্তর থেকে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ অধিদপ্তর থেকে বিভিন্ন ইউনিটের নতুন পদ তৈরির জন্য ২২টি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (পুলিশ ও এনটিএমসি) সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হয়। পুলিশ অধিদপ্তর থেকে পাঠানো প্রস্তাবে নতুন পদ তৈরির জন্য অধিকতর যৌক্তিকতাসহ পুনঃপ্রস্তাব পাঠানো হয়। ২২টি প্রস্তাবের মধ্যে পুনঃপ্রস্তাব পাঠানো হয় ৯টি।
মন্ত্রণালয় সূত্র বলেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাংগঠনিক কাঠামোতে স্বতন্ত্র এমআরটি পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। এ ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ৯৪৮টি নতুন পদ তৈরির প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এটি কার্যকর করতে ৬৮টি যানবাহনেরও প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে পুলিশের নিজস্ব ‘এভিয়েশন’ ইউনিট গঠন ও তা পরিচালনার জন্য বিভিন্ন পদবির ৩৯৫টি নতুন পদ তৈরির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ৯১টি যানবাহন ও ৪৬ যন্ত্রপাতি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের জন্য বেশ কিছুদিন ধরেই হেলিকপ্টারের দাবি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রস্তাবিত ‘এভিয়েশন’ ইউনিটের জন্য ইতিমধ্যেই রাশিয়া থেকে ৪২৮ কোটি টাকা ব্যয়ে দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা রাশিয়াকে পরিশোধও করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত বিবেচনার জন্য এখন সরকারের শীর্ষ পর্যায়ের কাছে রয়েছে।
ময়মনসিংহে পুলিশের আরআরএফ ইউনিট গঠনের জন্য ৮১৫টি নতুন পদ এবং ২০টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারে ২ হাজার ৮২৪টি নতুন পদ তৈরির প্রস্তাব রয়েছে। এতে ৩০০টি যানবাহন ও ২৬ যন্ত্রপাতি দরকার বলেও জানানো হয়েছে।
পুলিশের বিশেষ শাখায় (এসবি) সেফহোম তৈরির জন্য ২১৮টি নতুন পদ তৈরি এবং সেখানে ১৭টি যানবাহন চাওয়া হয়েছে। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৪টি সিস্টেম ম্যানেজার, ৩টি মূল্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, ৬টি সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ ১৩টি নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের কাঠামোতে ১৬৫টি নন-পুলিশ পদ তৈরির জন্য বলা হয়েছে।
এদিকে নোয়াখালীর ভাসানচর থানার জন্য নতুন ৩৬টি পদ তৈরি এবং ৩টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থানার চরগাজী ইউনিয়নে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের জন্য ২৬টি নতুন পদ এবং ৩টি যানবাহন চাওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বন্দর থানা স্থাপন এবং তা পরিচালনার জন্য ৭১টি নতুন পদ এবং ১৩টি যানবাহন চাওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন এবং ২৩টি নতুন পদ এবং ৪টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের আউটসোর্সিং খাতে মঞ্জুরিকৃত অফিস সহায়ক পদে (এমএলএসএস) ৭৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তর বা তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
পুলিশের সাংগঠনিক কাঠামো গঠনে বিভিন্ন ইউনিটে নতুন ৬ হাজারের বেশি পদ তৈরির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন পদ তৈরির বিষয়টি আমার নজরে নেই। তবে পুলিশের মানবসম্পদ বিভাগ এ বিষয়ে ভালো বলতে পারবে।’
মেট্রোরেলের নিরাপত্তার জন্য স্বতন্ত্র ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট এবং ‘পুলিশ এভিয়েশন’ নামে স্বতন্ত্র ইউনিট গঠন করছে সরকার। এ দুটিসহ বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ৬ হাজার ৬১১টি নতুন পদ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ অধিদপ্তর থেকে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ অধিদপ্তর থেকে বিভিন্ন ইউনিটের নতুন পদ তৈরির জন্য ২২টি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (পুলিশ ও এনটিএমসি) সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হয়। পুলিশ অধিদপ্তর থেকে পাঠানো প্রস্তাবে নতুন পদ তৈরির জন্য অধিকতর যৌক্তিকতাসহ পুনঃপ্রস্তাব পাঠানো হয়। ২২টি প্রস্তাবের মধ্যে পুনঃপ্রস্তাব পাঠানো হয় ৯টি।
মন্ত্রণালয় সূত্র বলেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাংগঠনিক কাঠামোতে স্বতন্ত্র এমআরটি পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। এ ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ৯৪৮টি নতুন পদ তৈরির প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এটি কার্যকর করতে ৬৮টি যানবাহনেরও প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে পুলিশের নিজস্ব ‘এভিয়েশন’ ইউনিট গঠন ও তা পরিচালনার জন্য বিভিন্ন পদবির ৩৯৫টি নতুন পদ তৈরির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ৯১টি যানবাহন ও ৪৬ যন্ত্রপাতি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের জন্য বেশ কিছুদিন ধরেই হেলিকপ্টারের দাবি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রস্তাবিত ‘এভিয়েশন’ ইউনিটের জন্য ইতিমধ্যেই রাশিয়া থেকে ৪২৮ কোটি টাকা ব্যয়ে দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা রাশিয়াকে পরিশোধও করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত বিবেচনার জন্য এখন সরকারের শীর্ষ পর্যায়ের কাছে রয়েছে।
ময়মনসিংহে পুলিশের আরআরএফ ইউনিট গঠনের জন্য ৮১৫টি নতুন পদ এবং ২০টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারে ২ হাজার ৮২৪টি নতুন পদ তৈরির প্রস্তাব রয়েছে। এতে ৩০০টি যানবাহন ও ২৬ যন্ত্রপাতি দরকার বলেও জানানো হয়েছে।
পুলিশের বিশেষ শাখায় (এসবি) সেফহোম তৈরির জন্য ২১৮টি নতুন পদ তৈরি এবং সেখানে ১৭টি যানবাহন চাওয়া হয়েছে। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৪টি সিস্টেম ম্যানেজার, ৩টি মূল্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, ৬টি সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ ১৩টি নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের কাঠামোতে ১৬৫টি নন-পুলিশ পদ তৈরির জন্য বলা হয়েছে।
এদিকে নোয়াখালীর ভাসানচর থানার জন্য নতুন ৩৬টি পদ তৈরি এবং ৩টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থানার চরগাজী ইউনিয়নে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের জন্য ২৬টি নতুন পদ এবং ৩টি যানবাহন চাওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বন্দর থানা স্থাপন এবং তা পরিচালনার জন্য ৭১টি নতুন পদ এবং ১৩টি যানবাহন চাওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন এবং ২৩টি নতুন পদ এবং ৪টি যানবাহনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের আউটসোর্সিং খাতে মঞ্জুরিকৃত অফিস সহায়ক পদে (এমএলএসএস) ৭৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তর বা তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
পুলিশের সাংগঠনিক কাঠামো গঠনে বিভিন্ন ইউনিটে নতুন ৬ হাজারের বেশি পদ তৈরির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন পদ তৈরির বিষয়টি আমার নজরে নেই। তবে পুলিশের মানবসম্পদ বিভাগ এ বিষয়ে ভালো বলতে পারবে।’
সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ও তাঁর স্ত্রী আফরোজা হকের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেসমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীশিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। রোববার রাজধানীর গুলশানে একটি হোটেলে
৩ ঘণ্টা আগেইউএসএআইডিসহ বিদেশে বিভিন্ন বেসরকারি সংস্থাকে (এনজিও) অর্থ সহায়তা দেওয়ার বন্ধের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ দেওয়া বজায় রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার
৪ ঘণ্টা আগে