আজকের পত্রিকা ডেস্ক

চীন ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছে। বেইজিং বলেছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। এ ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। ডিং অধ্যাপক ইউনূসকে বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন।’ তিনি আরও বলেন, চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতি লাভ করবে।
বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ‘এক চীন নীতির’ প্রতি দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত। এ সময় ঢাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চীনের সমর্থন কামনা করে এবং চীনা ঋণের সুদহার ৩ শতাংশ থেকে কমিয়ে ১-২ শতাংশ করার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া, বাংলাদেশে চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফেরও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা চীনের ম্যানুফ্যাকচারিং শিল্প, যার মধ্যে তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, হালকা যন্ত্রপাতি, হাই-টেক ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সোলার প্যানেল শিল্প রয়েছে সেগুলোর স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সাহায্য চেয়েছেন।
ডিং শুয়েশিয়াং বলেন, বেইজিং ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা সম্প্রসারিত করবে। অর্থাৎ ঢাকা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত হওয়ার দুই বছর পরও এই সুবিধা বহাল থাকবে। তিনি বলেন, বেইজিং ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় আগ্রহী।
নির্বাহী ভাইস-প্রিমিয়ার বলেন, তাঁর দেশ মংলা বন্দরের আধুনিকীকরণ এবং দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পে অর্থায়ন করবে। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীনা অর্থায়নের আশ্বাস দেন।
তিনি বলেন, চীন গত বছর বাংলাদেশ থেকে আম আমদানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি এই গ্রীষ্মেই শুরু হবে। তিনি বলেন, বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টায় বেইজিং বাংলাদেশ থেকে কাঁঠাল, পেয়ারা ও অন্যান্য জলজ পণ্যও আমদানি করবে।
তিনি আরও বলেন, চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি প্রদান করবে। কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী ইতিমধ্যেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা চীনা নেতৃত্বকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বৃহস্পতিবারের বৈঠক ‘বাংলাদেশ-চীন অংশীদারত্বের ক্রমবর্ধমান গভীরতায় আরেকটি মাইলফলক।’ তিনি বলেন, ‘আসুন, আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করে বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্বের এক নতুন যুগের সূচনা করতে একসঙ্গে কাজ করার সংকল্প করি।’
বৈঠকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি, রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:

চীন ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছে। বেইজিং বলেছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। পাশাপাশি বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। এ ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। ডিং অধ্যাপক ইউনূসকে বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন।’ তিনি আরও বলেন, চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতি লাভ করবে।
বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ‘এক চীন নীতির’ প্রতি দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত। এ সময় ঢাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চীনের সমর্থন কামনা করে এবং চীনা ঋণের সুদহার ৩ শতাংশ থেকে কমিয়ে ১-২ শতাংশ করার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া, বাংলাদেশে চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফেরও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা চীনের ম্যানুফ্যাকচারিং শিল্প, যার মধ্যে তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, হালকা যন্ত্রপাতি, হাই-টেক ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সোলার প্যানেল শিল্প রয়েছে সেগুলোর স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সাহায্য চেয়েছেন।
ডিং শুয়েশিয়াং বলেন, বেইজিং ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা সম্প্রসারিত করবে। অর্থাৎ ঢাকা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত হওয়ার দুই বছর পরও এই সুবিধা বহাল থাকবে। তিনি বলেন, বেইজিং ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় আগ্রহী।
নির্বাহী ভাইস-প্রিমিয়ার বলেন, তাঁর দেশ মংলা বন্দরের আধুনিকীকরণ এবং দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পে অর্থায়ন করবে। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং করপোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীনা অর্থায়নের আশ্বাস দেন।
তিনি বলেন, চীন গত বছর বাংলাদেশ থেকে আম আমদানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি এই গ্রীষ্মেই শুরু হবে। তিনি বলেন, বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টায় বেইজিং বাংলাদেশ থেকে কাঁঠাল, পেয়ারা ও অন্যান্য জলজ পণ্যও আমদানি করবে।
তিনি আরও বলেন, চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি প্রদান করবে। কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী ইতিমধ্যেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা চীনা নেতৃত্বকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বৃহস্পতিবারের বৈঠক ‘বাংলাদেশ-চীন অংশীদারত্বের ক্রমবর্ধমান গভীরতায় আরেকটি মাইলফলক।’ তিনি বলেন, ‘আসুন, আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করে বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্বের এক নতুন যুগের সূচনা করতে একসঙ্গে কাজ করার সংকল্প করি।’
বৈঠকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি, রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:

সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়ে গেলেন নির্বাচনী প্রতীক। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারের লড়াই। ভোট চেয়ে প্রচার চালানো যাবে বুধবার মধ্যরাত থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে...
১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। জবানবন্দিতে তিনি গুম থাকার সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...
২ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএসে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ ঘণ্টা আগে