নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে ও চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে সন্ধান মিলছে না ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। গত কয়েক দিন থেকে পরিবারসহ কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনিও কারও সঙ্গেই আর যোগাযোগ করছেন না বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।
শিবলী নোমানী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লোক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ৮ মে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্যের বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যানের। শিবলী নোমানী বলেন, ‘এমপি সাহেব ওনার বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে গত রোববার (১২ মে) ভারতের কলকাতায় গিয়েছিলেন। একই সঙ্গে তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল। পরদিন সোমবার থেকে তাঁকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না।’
আনারের সফর সঙ্গী কেউ ছিল কি না, এমন প্রশ্নে শিবলী নোমানী জানান, ‘তিনি একাই গিয়েছেন। বাংলাদেশের সঙ্গে যাদের কথা হয়েছে, সর্বশেষ সোমবারই কথা হয়েছে।’
সোমবার সর্বশেষ তিনি কোথায় ছিলেন এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ওই দিন আমার সঙ্গে কথা না হলেও অন্যদের (বাংলাদেশে) সঙ্গে কথা হয়েছিল। তিনি সেখানে গোপাল দার (আনোয়ারুল আজিমের কলকাতার বন্ধু) বাসায় ছিলেন বলে আমরা জেনেছি। আমরা শুনেছি, সেদিন সকালে গোপাল দার বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলেন, “নিউ টাউনে যাচ্ছি। রাতে ফিরে একসঙ্গে খাব।” তারপর থেকে ওনার মোবাইলটা বন্ধ।’
সংসদ সদস্যের বন্ধু ‘গোপাল দার’ পরিচয় ও বাসা সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি শিবলী নোমানী। তিনি বলেন, ‘গোপাল দা কে, সেটা আমি কেমনে বলব? এমপি সাহেব যেখানে গিয়েছিল, সেখানে তাঁর বাসায় উঠেছিলেন, নিশ্চয় গোপাল দার সঙ্গে এমপি সাহেবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে ও চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে সন্ধান মিলছে না ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। গত কয়েক দিন থেকে পরিবারসহ কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনিও কারও সঙ্গেই আর যোগাযোগ করছেন না বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।
শিবলী নোমানী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লোক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ৮ মে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্যের বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যানের। শিবলী নোমানী বলেন, ‘এমপি সাহেব ওনার বন্ধুর মেয়ের বিয়েতে অংশ নিতে গত রোববার (১২ মে) ভারতের কলকাতায় গিয়েছিলেন। একই সঙ্গে তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল। পরদিন সোমবার থেকে তাঁকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না।’
আনারের সফর সঙ্গী কেউ ছিল কি না, এমন প্রশ্নে শিবলী নোমানী জানান, ‘তিনি একাই গিয়েছেন। বাংলাদেশের সঙ্গে যাদের কথা হয়েছে, সর্বশেষ সোমবারই কথা হয়েছে।’
সোমবার সর্বশেষ তিনি কোথায় ছিলেন এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ওই দিন আমার সঙ্গে কথা না হলেও অন্যদের (বাংলাদেশে) সঙ্গে কথা হয়েছিল। তিনি সেখানে গোপাল দার (আনোয়ারুল আজিমের কলকাতার বন্ধু) বাসায় ছিলেন বলে আমরা জেনেছি। আমরা শুনেছি, সেদিন সকালে গোপাল দার বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলেন, “নিউ টাউনে যাচ্ছি। রাতে ফিরে একসঙ্গে খাব।” তারপর থেকে ওনার মোবাইলটা বন্ধ।’
সংসদ সদস্যের বন্ধু ‘গোপাল দার’ পরিচয় ও বাসা সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি শিবলী নোমানী। তিনি বলেন, ‘গোপাল দা কে, সেটা আমি কেমনে বলব? এমপি সাহেব যেখানে গিয়েছিল, সেখানে তাঁর বাসায় উঠেছিলেন, নিশ্চয় গোপাল দার সঙ্গে এমপি সাহেবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে