নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ বাড়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছিল। কিন্তু চলমান এই বিধিনিষেধ শিথিল করে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে ট্রেনে যাত্রী পরিবহনের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর ট্রেনে সব আসনেই যাত্রী নিতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে সকাল থেকে যাত্রীদের ভালোই চাপ লক্ষ করা গেছে। স্টেশনের কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় ছিল। ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করায় ট্রেনের টিকিটও শতভাগ বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ স্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ রেলের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শতভাগ যাত্রী পরিবহনের প্রথম দিনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। তবে স্টেশনের মধ্যে ঢোকার পরে কিছু যাত্রী মুখের মাস্ক খুলে ফেলছেন। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও কমিউটার-লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধির কিছুটা কমতি রয়েছে।
নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে রংপুরগামী যাত্রী হোসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়ে রেল ভালো করেছে। অর্ধেক যাত্রী বহন করার কারণে আমরা অনেকেই টিকিট পেতাম না। ফলে বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে ইচ্ছা থাকলেও যাওয়া হতো না। বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশি স্বাচ্ছন্দ্যের। এখন সবাই টিকিট পাবে আসা করি।’
ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া আরেক যাত্রী রাহুল শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘শতভাগ আর অর্ধেক যাত্রী যেটাই নেওয়া হোক, ট্রেনে টিকিটের সংকট সব সময়ই থাকে। সে ক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। মানুষ এখন ট্রেনে ভ্রমণ করতে চায়। তবে শতভাগ যাত্রী নেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। বিভিন্ন সময়ে বাসের ভাড়া বাড়িয়ে দেয়, ট্রেনে অবশ্য কম ভাড়াতেই যাত্রীরা গন্তব্যে যেতে পারে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার।’
এদিকে বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি লক্ষ করা গেছে প্রতিটি প্ল্যাটফর্মে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শতভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সচেতন করছি এবং মাস্ক পরা নিশ্চিতের চেষ্টা করছি। ট্রেনে ভ্রমণে যাত্রীদেরও সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে না, বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি।’
লোকাল ট্রেনের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মাসুম সারওয়ার বলেন, ‘লোকাল কমিউটার ট্রেনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চলে। স্বাস্থ্যবিধির সব নির্দেশনা তাদের দেওয়া আছে। সেটাই তারা মেনে চলছে।’
ট্রেনে শতভাগ যাত্রী পরিবহনের নির্দেশনায় বলা হয়েছে
কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট দেওয়া হবে। ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মোবাইল অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

করোনা সংক্রমণ বাড়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছিল। কিন্তু চলমান এই বিধিনিষেধ শিথিল করে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে ট্রেনে যাত্রী পরিবহনের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর ট্রেনে সব আসনেই যাত্রী নিতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে সকাল থেকে যাত্রীদের ভালোই চাপ লক্ষ করা গেছে। স্টেশনের কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় ছিল। ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করায় ট্রেনের টিকিটও শতভাগ বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ স্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ রেলের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শতভাগ যাত্রী পরিবহনের প্রথম দিনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। তবে স্টেশনের মধ্যে ঢোকার পরে কিছু যাত্রী মুখের মাস্ক খুলে ফেলছেন। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও কমিউটার-লোকাল ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধির কিছুটা কমতি রয়েছে।
নতুন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে রংপুরগামী যাত্রী হোসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়ে রেল ভালো করেছে। অর্ধেক যাত্রী বহন করার কারণে আমরা অনেকেই টিকিট পেতাম না। ফলে বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে ইচ্ছা থাকলেও যাওয়া হতো না। বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশি স্বাচ্ছন্দ্যের। এখন সবাই টিকিট পাবে আসা করি।’
ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া আরেক যাত্রী রাহুল শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘শতভাগ আর অর্ধেক যাত্রী যেটাই নেওয়া হোক, ট্রেনে টিকিটের সংকট সব সময়ই থাকে। সে ক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। মানুষ এখন ট্রেনে ভ্রমণ করতে চায়। তবে শতভাগ যাত্রী নেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। বিভিন্ন সময়ে বাসের ভাড়া বাড়িয়ে দেয়, ট্রেনে অবশ্য কম ভাড়াতেই যাত্রীরা গন্তব্যে যেতে পারে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার।’
এদিকে বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় বেশি লক্ষ করা গেছে প্রতিটি প্ল্যাটফর্মে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শতভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সচেতন করছি এবং মাস্ক পরা নিশ্চিতের চেষ্টা করছি। ট্রেনে ভ্রমণে যাত্রীদেরও সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে না, বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি।’
লোকাল ট্রেনের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মাসুম সারওয়ার বলেন, ‘লোকাল কমিউটার ট্রেনগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চলে। স্বাস্থ্যবিধির সব নির্দেশনা তাদের দেওয়া আছে। সেটাই তারা মেনে চলছে।’
ট্রেনে শতভাগ যাত্রী পরিবহনের নির্দেশনায় বলা হয়েছে
কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট দেওয়া হবে। ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মোবাইল অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৭ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে