নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছেই না। গত কয়েক দিন ধরে ডেঙ্গু রোগী শনাক্তে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৩১ জন নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১০৯ জন এবং বাইরে ২২ জন। গত বৃহস্পতিবার দেশে একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮৬ জন রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮৫ জন এবং বাইরে ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৬ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৩ দিনে মারা গেছেন ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হন ৪ হাজার ৩৯৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৯০৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৯১৭ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮০৬ জন।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছেই না। গত কয়েক দিন ধরে ডেঙ্গু রোগী শনাক্তে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৩১ জন নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১০৯ জন এবং বাইরে ২২ জন। গত বৃহস্পতিবার দেশে একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮৬ জন রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮৫ জন এবং বাইরে ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৬ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৩ দিনে মারা গেছেন ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হন ৪ হাজার ৩৯৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৯০৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৯১৭ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮০৬ জন।

খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তাঁরা।
৪০ মিনিট আগে
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরিমল সরকার। আজ দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাঁকে তল্লাশি
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’
৫ ঘণ্টা আগে
আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই দুই আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।
৯ ঘণ্টা আগে