নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।

অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে