নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।

অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়া অনেক কম নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার চামড়ার দামও বেশি। তাই যারা কোরবানি দিয়েছেন এবং মৌসুমি বিক্রেতারা রয়েছেন, তাঁদের লোকসান হওয়ার কথা নয়।
এক প্রশ্নের জবাবে জাকিয়া সুলতানা জানান, চামড়া শিল্পনগরীতে পুরোদমে কারখানা চালু রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেতরের বর্জ্য ফেলে দিয়ে ড্রাম পরিষ্কার করা হয়েছে।
উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, এ ক্ষেত্রে পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে। তবে তা দূর করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে কোরবানির পশুর চামড়া চার-পাঁচ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে বলে জানান জাকিয়া সুলতানা। এ জন্য জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় অস্থায়ীভাবে কোরবানির চামড়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মূলত মৌসুমি ব্যবসায়ীদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, সংরক্ষণ কার্যক্রম তদারকি আর লবণের সরবরাহ ব্যবস্থার খোঁজ নিতেই চামড়া শিল্পনগরীতে বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনের যান শিল্পসচিব জাকিয়া সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক স্বপন কুমার ঘোষ ও মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৬ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
১৬ ঘণ্টা আগে