নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে বিতর্কে জড়িয়েছে জাপান, রাশিয়া ও চীন।
আজ শুক্রবার সম্মেলনের একটি সেশনে আলোচনাকালে জাপানের প্রতিনিধি ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ জানান। এ নিয়ে নিন্দা জানানোর আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ‘তিনটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে ছিলেন। জাপান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে বললে রাশিয়া এ বিষয়ে কথা বলার জন্য অনুমতি চায়। অনুমতি দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা খাদ্যবিষয়ক সম্মেলন, তাই এটা এখানে আলোচনার বিষয় নয়। যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার বিষয়, তা এখানে কেন আলোচনা হচ্ছে?’
এ নিয়ে বিতর্কে রাশিয়ার সঙ্গে যোগ দেয় চীনও। চীনের প্রতিনিধিও এই আলোচনা এখানে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো। গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন শুরু হয়।
চার দিনব্যাপী এ সম্মেলনে ৪৩টি দেশ (৮টি সরাসরি ও ৩৫টি ভার্চুয়ালি) ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন অংশগ্রহণ করেন।
মূল অনুষ্ঠানের পাশাপাশি কান্ট্রি শোকেসিং চলে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৭টি প্রদর্শনী স্টল ছিল।

ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে বিতর্কে জড়িয়েছে জাপান, রাশিয়া ও চীন।
আজ শুক্রবার সম্মেলনের একটি সেশনে আলোচনাকালে জাপানের প্রতিনিধি ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ জানান। এ নিয়ে নিন্দা জানানোর আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ‘তিনটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে ছিলেন। জাপান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে বললে রাশিয়া এ বিষয়ে কথা বলার জন্য অনুমতি চায়। অনুমতি দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা খাদ্যবিষয়ক সম্মেলন, তাই এটা এখানে আলোচনার বিষয় নয়। যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার বিষয়, তা এখানে কেন আলোচনা হচ্ছে?’
এ নিয়ে বিতর্কে রাশিয়ার সঙ্গে যোগ দেয় চীনও। চীনের প্রতিনিধিও এই আলোচনা এখানে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো। গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন শুরু হয়।
চার দিনব্যাপী এ সম্মেলনে ৪৩টি দেশ (৮টি সরাসরি ও ৩৫টি ভার্চুয়ালি) ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন অংশগ্রহণ করেন।
মূল অনুষ্ঠানের পাশাপাশি কান্ট্রি শোকেসিং চলে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৭টি প্রদর্শনী স্টল ছিল।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে