নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে বিতর্কে জড়িয়েছে জাপান, রাশিয়া ও চীন।
আজ শুক্রবার সম্মেলনের একটি সেশনে আলোচনাকালে জাপানের প্রতিনিধি ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ জানান। এ নিয়ে নিন্দা জানানোর আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ‘তিনটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে ছিলেন। জাপান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে বললে রাশিয়া এ বিষয়ে কথা বলার জন্য অনুমতি চায়। অনুমতি দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা খাদ্যবিষয়ক সম্মেলন, তাই এটা এখানে আলোচনার বিষয় নয়। যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার বিষয়, তা এখানে কেন আলোচনা হচ্ছে?’
এ নিয়ে বিতর্কে রাশিয়ার সঙ্গে যোগ দেয় চীনও। চীনের প্রতিনিধিও এই আলোচনা এখানে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো। গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন শুরু হয়।
চার দিনব্যাপী এ সম্মেলনে ৪৩টি দেশ (৮টি সরাসরি ও ৩৫টি ভার্চুয়ালি) ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন অংশগ্রহণ করেন।
মূল অনুষ্ঠানের পাশাপাশি কান্ট্রি শোকেসিং চলে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৭টি প্রদর্শনী স্টল ছিল।

ঢাকায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে বিতর্কে জড়িয়েছে জাপান, রাশিয়া ও চীন।
আজ শুক্রবার সম্মেলনের একটি সেশনে আলোচনাকালে জাপানের প্রতিনিধি ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদ জানান। এ নিয়ে নিন্দা জানানোর আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ‘তিনটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে ছিলেন। জাপান ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে বললে রাশিয়া এ বিষয়ে কথা বলার জন্য অনুমতি চায়। অনুমতি দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধি বলেন, এটা খাদ্যবিষয়ক সম্মেলন, তাই এটা এখানে আলোচনার বিষয় নয়। যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার বিষয়, তা এখানে কেন আলোচনা হচ্ছে?’
এ নিয়ে বিতর্কে রাশিয়ার সঙ্গে যোগ দেয় চীনও। চীনের প্রতিনিধিও এই আলোচনা এখানে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো। গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন শুরু হয়।
চার দিনব্যাপী এ সম্মেলনে ৪৩টি দেশ (৮টি সরাসরি ও ৩৫টি ভার্চুয়ালি) ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন অংশগ্রহণ করেন।
মূল অনুষ্ঠানের পাশাপাশি কান্ট্রি শোকেসিং চলে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অংশগ্রহণে ১৭টি প্রদর্শনী স্টল ছিল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৭ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে