Ajker Patrika

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া
ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০১৭ সালে গুম ও অমানবিক নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সেনা কর্মকর্তা এম মারুফ জামান। আজ রোববার তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

সাবেক এই রাষ্ট্রদূত ও সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমাকে ২০১৭ সালে ডিজিএফআই ধরে নিয়ে ১৫ মাস গুম করে রেখেছিল আয়নাঘরে। সেই আয়নাঘরের ৪০ ভাগ এখন ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যা দেখানো হচ্ছে, আগে সে রকম ছিল না। অনেক জঘন্য রকম ছিল। সেখানে বন্দীদের ওপর অকল্পনীয় নির্যাতন চালানো হতো। আমাকেও অমানুষিক নির্যাতন করা হয়েছে।’

এম মারুফ জামান বলেন, ‘আমি ভারতবিরোধী ছিলাম। হাসিনার গুম–খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গোপন চুক্তির বিষয়ে জানতাম। আমি এসব লিখতাম। যার কারণে আমাকে তুলে নিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল সেখানে। আমি এসবের বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত