নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সূত্র ধরে এতদিন পরে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের ভূমিকা নিয়ে কেন প্রধানমন্ত্রী কথা বলছেন, তার কারণ জানতে চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে (তোফায়েল) নিয়ে হাঁসি ঠাট্টা করা শোভন কিনা, তাও ভেবে দেখার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত 'রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, 'শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন তোফায়েল আহমেদ। উনি (প্রধানমন্ত্রী) এতদিন পরে বললেন, বঙ্গবন্ধুকে যখন আক্রমণ করা হয়, তখন তিনি (বঙ্গবন্ধু) তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন, রাজ্জাককে ফোন করেছিলেন, সফিউল্লাহকে ফোন করেছিলেন। এতদিন পরে এই কথা বলার মানেটা কি?'
সাবেক প্রধান বিচারপতি খায়রুল এবং বর্তমান প্রধান বিচারপতির ভূমিকার সমালোচনা করে তাঁদের বিচার চান জাফরুল্লাহ। বলেন, মানুষ খুন করলে ফাঁসি হয়। যে ব্যক্তি গণতন্ত্রকে হত্যা করেছে, কবরস্থ করেছে, তাঁর কি শাস্তি হওয়া উচিত? যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাঁকে আজীবন জেলখানায় দেখতে চাই। বর্তমান প্রধান বিচারপতিরও বিচার হওয়া দরকার। তাঁর ফাঁসি চাই না। তাঁকে রাস্তায় আনা হোক। জনগণ তাঁকে থু থু দেবে।
আলোচনায় অংশ নিয়ে পেশাজীবী সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমি যখন সম্প্রতি বিপাকে পড়েছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমার পক্ষে বিবৃতি দেয়নি। নবগঠিত এই পরিষদ নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা করছি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সূত্র ধরে এতদিন পরে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের ভূমিকা নিয়ে কেন প্রধানমন্ত্রী কথা বলছেন, তার কারণ জানতে চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে (তোফায়েল) নিয়ে হাঁসি ঠাট্টা করা শোভন কিনা, তাও ভেবে দেখার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত 'রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, 'শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন তোফায়েল আহমেদ। উনি (প্রধানমন্ত্রী) এতদিন পরে বললেন, বঙ্গবন্ধুকে যখন আক্রমণ করা হয়, তখন তিনি (বঙ্গবন্ধু) তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন, রাজ্জাককে ফোন করেছিলেন, সফিউল্লাহকে ফোন করেছিলেন। এতদিন পরে এই কথা বলার মানেটা কি?'
সাবেক প্রধান বিচারপতি খায়রুল এবং বর্তমান প্রধান বিচারপতির ভূমিকার সমালোচনা করে তাঁদের বিচার চান জাফরুল্লাহ। বলেন, মানুষ খুন করলে ফাঁসি হয়। যে ব্যক্তি গণতন্ত্রকে হত্যা করেছে, কবরস্থ করেছে, তাঁর কি শাস্তি হওয়া উচিত? যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাঁকে আজীবন জেলখানায় দেখতে চাই। বর্তমান প্রধান বিচারপতিরও বিচার হওয়া দরকার। তাঁর ফাঁসি চাই না। তাঁকে রাস্তায় আনা হোক। জনগণ তাঁকে থু থু দেবে।
আলোচনায় অংশ নিয়ে পেশাজীবী সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমি যখন সম্প্রতি বিপাকে পড়েছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমার পক্ষে বিবৃতি দেয়নি। নবগঠিত এই পরিষদ নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা করছি।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১০ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে