আজকের পত্রিকা ডেস্ক

র্যাবের গুলিতে পা হারানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লিমন হোসেন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দেন তিনি।
অভিযোগ দেওয়ার পর লিমন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি। র্যাবকে ‘সন্ত্রাসী’ সংগঠন উল্লেখ করে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দ্রুত বিচার এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন লিমন।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক (র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন পরিচালক) জিয়াউল আহসান ও র্যাব-৮-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ।
লিমন হোসেন বলেন, ‘১৩ বছর অনেক আকুতিমিনতি করেছি ন্যায়বিচারের জন্য। তখন ন্যায়বিচার তো পাইনি; বরং অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি ন্যায়বিচারের জন্য।’
চার পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ ছাড়া এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেন।
আদেশের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল—এক তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে যখন তাঁর সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছিল। আর গুলি করা ব্যক্তি হচ্ছেন যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তা, যাঁদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি—এ রকম চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি বলেন, জিয়াউল আহসান ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন। তাঁকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদালত অনুমতি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

র্যাবের গুলিতে পা হারানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লিমন হোসেন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দেন তিনি।
অভিযোগ দেওয়ার পর লিমন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি। র্যাবকে ‘সন্ত্রাসী’ সংগঠন উল্লেখ করে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দ্রুত বিচার এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন লিমন।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক (র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন পরিচালক) জিয়াউল আহসান ও র্যাব-৮-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ।
লিমন হোসেন বলেন, ‘১৩ বছর অনেক আকুতিমিনতি করেছি ন্যায়বিচারের জন্য। তখন ন্যায়বিচার তো পাইনি; বরং অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি ন্যায়বিচারের জন্য।’
চার পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ ছাড়া এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেন।
আদেশের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল—এক তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে যখন তাঁর সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছিল। আর গুলি করা ব্যক্তি হচ্ছেন যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ চার পুলিশ কর্মকর্তা, যাঁদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি—এ রকম চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি বলেন, জিয়াউল আহসান ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন। তাঁকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদালত অনুমতি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৪ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৬ ঘণ্টা আগে