কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অসুস্থ হয়ে পড়ছেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা। ফলে বিমানবন্দরের আশপাশের হোটেল ও রেস্তোরাঁগুলো মানসম্পন্ন খাবার ও পানির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আন্তমন্ত্রণালয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের কলেরা আক্রান্ত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, নিরাপদ খাদ্য, বিএসটিআই, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিসহ অন্যান্য সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন বা অসুস্থ হয়ে ওখানে যাচ্ছেন। সে জন্য বিভিন্ন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেছি। বিষয়টি নিয়ন্ত্রণে আনা দরকার। বৈঠকে বেশ কিছু সুপারিশ এসেছে। সবাইকে নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা হয়েছে। আমরা ভবিষ্যতে এ পরিকল্পনা নিয়ে কাজ করব।’
কোন বিষয়টি জোর দিচ্ছে বাংলাদেশ? জানতে চাইলে তিনি বলেন, যারা অসুস্থ হচ্ছেন মূলত ডায়রিয়া জনিত কারণে। খাবার ও পানির মানের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা এবং সেখানকার নাগরিকেরা আক্রান্ত হচ্ছেন কলেরা জনিত রোগে। গত মে মাস থেকে বাংলাদেশি শ্রমিকেরা এমন রোগ নিয়ে দেশগুলোতে যাচ্ছে। এর মধ্যে ইউএইতে প্রায় ১২০ জন এবং কাতারে ৬০ জন বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বাংলাদেশি বেশ কিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। আবার কেউ গন্তব্যের বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়েছেন। আর কেউ কেউ কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় কাতারে ও ইউএইতে থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছে। আর এ নিয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে। না হলে শ্রম বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মত অপ্রীতিকর পরিস্থিতি আসতে পারে বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর মধ্যে হোটেল ও রেস্তোরাঁগুলো মানসম্পন্ন খাবার নিশ্চিত করা, স্বাস্থ্যকর ও পরিষ্কার খাবার ও পানি গ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ওয়াসা বিমানবন্দরের আশপাশে এলাকায় ক্লোরিন ব্যবহারের মাধ্যমে পানির মান বৃদ্ধি, বিমানবন্দর কর্তৃপক্ষ এর স্থাপনার আশপাশে মনিটরিং বাড়াবে এবং নিরাপদ খাদ্য, বিএসটিআই ও সিটি করপোরেশন খাবার ও পানির মান নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্বারা বিমানবন্দর এলাকা থেকে খাবার ও পানির নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন করলে বৈঠক শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সেখান থেকে ৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাও করা হয়েছে। কিছু নমুনা স্বাস্থ্যকর পাওয়া গিয়েছে। আর কিছুতে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গিয়েছে।

অসুস্থ হয়ে পড়ছেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা। ফলে বিমানবন্দরের আশপাশের হোটেল ও রেস্তোরাঁগুলো মানসম্পন্ন খাবার ও পানির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আন্তমন্ত্রণালয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের কলেরা আক্রান্ত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, নিরাপদ খাদ্য, বিএসটিআই, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিসহ অন্যান্য সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন বা অসুস্থ হয়ে ওখানে যাচ্ছেন। সে জন্য বিভিন্ন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেছি। বিষয়টি নিয়ন্ত্রণে আনা দরকার। বৈঠকে বেশ কিছু সুপারিশ এসেছে। সবাইকে নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা হয়েছে। আমরা ভবিষ্যতে এ পরিকল্পনা নিয়ে কাজ করব।’
কোন বিষয়টি জোর দিচ্ছে বাংলাদেশ? জানতে চাইলে তিনি বলেন, যারা অসুস্থ হচ্ছেন মূলত ডায়রিয়া জনিত কারণে। খাবার ও পানির মানের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা এবং সেখানকার নাগরিকেরা আক্রান্ত হচ্ছেন কলেরা জনিত রোগে। গত মে মাস থেকে বাংলাদেশি শ্রমিকেরা এমন রোগ নিয়ে দেশগুলোতে যাচ্ছে। এর মধ্যে ইউএইতে প্রায় ১২০ জন এবং কাতারে ৬০ জন বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বাংলাদেশি বেশ কিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। আবার কেউ গন্তব্যের বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়েছেন। আর কেউ কেউ কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় কাতারে ও ইউএইতে থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছে। আর এ নিয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে। না হলে শ্রম বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মত অপ্রীতিকর পরিস্থিতি আসতে পারে বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর মধ্যে হোটেল ও রেস্তোরাঁগুলো মানসম্পন্ন খাবার নিশ্চিত করা, স্বাস্থ্যকর ও পরিষ্কার খাবার ও পানি গ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ওয়াসা বিমানবন্দরের আশপাশে এলাকায় ক্লোরিন ব্যবহারের মাধ্যমে পানির মান বৃদ্ধি, বিমানবন্দর কর্তৃপক্ষ এর স্থাপনার আশপাশে মনিটরিং বাড়াবে এবং নিরাপদ খাদ্য, বিএসটিআই ও সিটি করপোরেশন খাবার ও পানির মান নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্বারা বিমানবন্দর এলাকা থেকে খাবার ও পানির নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন করলে বৈঠক শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সেখান থেকে ৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাও করা হয়েছে। কিছু নমুনা স্বাস্থ্যকর পাওয়া গিয়েছে। আর কিছুতে অস্বাস্থ্যকর উপাদান পাওয়া গিয়েছে।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৬ ঘণ্টা আগে