নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’
মব ভায়োলেন্স বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতা বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’
ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’
তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।
সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।’
ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’
মব ভায়োলেন্স বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতা বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’
ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’
তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।
সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।’
ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২৯ মিনিট আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে