নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’
মব ভায়োলেন্স বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতা বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’
ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’
তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।
সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।’
ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’
মব ভায়োলেন্স বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতা বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’
ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’
তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।
সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।’
ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৯ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে