নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দাবি আদায়ের জন্য আগামী ১৫ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ২০২১ সালে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকূলে ২৬৯টি পদ এবং ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ৬৪০০টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই টেকনিক্যাল শিক্ষা চলছে ধীর গতিতে। ৬৪টি টিএসসিতে ২০০৪ সালের পর থেকে কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ না দেওয়ায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত শিক্ষকেরা ৩-৪ গুণ বেশি দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে তাঁরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলতার সঙ্গে পরিচালনা করেছেন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আ স ম আহছান উল্লাহ্। এতে বলা হয়, নিয়োগ বিধি ২০২০ এবং সরকারি চাকরি আইনের বিধি ৮ (১) অনুযায়ী পদোন্নতির সব শর্ত পূর্ণ থাকার পরও দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। টিএসসিতে কর্মরত শিক্ষকেরা দীর্ঘ ২২-২৩ বছর চাকরিজীবন অতিবাহিত করায় তাঁদের মূল বেতন পদোন্নতির পর প্রাপ্য বেতনের চেয়ে বেশি।
সংবাদ সম্মেলনে আ স ম আহছান উল্লাহ্ বলেন, সব শিক্ষককে পদোন্নতি দিলে সরকারের আর্থিক ব্যয় বাড়বে না। এতে টিএসসিতে কর্মরত শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের কর্মস্পৃহা বাড়বে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে সরকারি কর্মচারীদের বিভিন্ন প্রণোদনা; যেমন-সিলেকশন গ্রেড, টাইমস্কেল, ওভারটাইম, লভ্যাংশ, বোনাস দেওয়া হয়। টিএসসিতে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের দাবিতে বারবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছে। কিন্তু দাবিগুলো বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না।
বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অনুযায়ী ১৫ আগস্ট ২২ টিএসসিতে জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন, ২২ আগস্ট ২২ টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা কমিটি কর্তৃক অধ্যক্ষের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে স্মারকলিপি প্রদান, ২৩-৩১ আগস্ট ২২ দেশের প্রতিটি বিভাগে বিভাগীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং আগামী ৪ সেপ্টেম্বর ২২ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন। এরপরও দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি ঘোষণ করা হবে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দাবি আদায়ের জন্য আগামী ১৫ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ২০২১ সালে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকূলে ২৬৯টি পদ এবং ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ৬৪০০টি নতুন পদ রাজস্ব খাতে সৃজন করছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই টেকনিক্যাল শিক্ষা চলছে ধীর গতিতে। ৬৪টি টিএসসিতে ২০০৪ সালের পর থেকে কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ না দেওয়ায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত শিক্ষকেরা ৩-৪ গুণ বেশি দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে তাঁরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলতার সঙ্গে পরিচালনা করেছেন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আ স ম আহছান উল্লাহ্। এতে বলা হয়, নিয়োগ বিধি ২০২০ এবং সরকারি চাকরি আইনের বিধি ৮ (১) অনুযায়ী পদোন্নতির সব শর্ত পূর্ণ থাকার পরও দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। টিএসসিতে কর্মরত শিক্ষকেরা দীর্ঘ ২২-২৩ বছর চাকরিজীবন অতিবাহিত করায় তাঁদের মূল বেতন পদোন্নতির পর প্রাপ্য বেতনের চেয়ে বেশি।
সংবাদ সম্মেলনে আ স ম আহছান উল্লাহ্ বলেন, সব শিক্ষককে পদোন্নতি দিলে সরকারের আর্থিক ব্যয় বাড়বে না। এতে টিএসসিতে কর্মরত শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের কর্মস্পৃহা বাড়বে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে সরকারি কর্মচারীদের বিভিন্ন প্রণোদনা; যেমন-সিলেকশন গ্রেড, টাইমস্কেল, ওভারটাইম, লভ্যাংশ, বোনাস দেওয়া হয়। টিএসসিতে কর্মরত শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের দাবিতে বারবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছে। কিন্তু দাবিগুলো বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না।
বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজশিক্ষক সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অনুযায়ী ১৫ আগস্ট ২২ টিএসসিতে জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন, ২২ আগস্ট ২২ টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখা কমিটি কর্তৃক অধ্যক্ষের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে স্মারকলিপি প্রদান, ২৩-৩১ আগস্ট ২২ দেশের প্রতিটি বিভাগে বিভাগীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং আগামী ৪ সেপ্টেম্বর ২২ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন। এরপরও দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি ঘোষণ করা হবে।

সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে...
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়ে গেলেন নির্বাচনী প্রতীক। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারের লড়াই। ভোট চেয়ে প্রচার চালানো যাবে বুধবার মধ্যরাত থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে...
৬ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। জবানবন্দিতে তিনি গুম থাকার সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...
৮ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএসে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ ঘণ্টা আগে