নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদারীপুরের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী ও তাঁর স্ত্রী সুপর্ণা সুর চোধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুস সোবহান গোলাপের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা। এস কে সুর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসাইন এবং উজ্জ্বল মল্লিকের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের অন্য একজন কর্মকর্তা।
পৃথক আবেদনে উল্লেখ করা হয়, আবদুস সোবহান গোলাপ, এস কে সুর পরিবার ও উজ্জ্বল মল্লিকের দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন কমিটি গঠন করেছে। তাঁরা প্রত্যেকেই বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অধিকারী বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাঁরা যেকোনো সময়ে বিদেশ চলে যেতে পারেন। তাঁরা পালিয়ে গেলে দুর্নীতির অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
দুদকের পক্ষে শুনানি করেন বিশেষ পিপি মীর আহামেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে ইমিগ্রেশন পুলিশ ও দুদকের সংশ্লিষ্ট শাখায় আদেশের অনুলিপি প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, আবদুস সোবহান গোলাপ ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মাদারীপুরের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী ও তাঁর স্ত্রী সুপর্ণা সুর চোধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুস সোবহান গোলাপের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা। এস কে সুর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসাইন এবং উজ্জ্বল মল্লিকের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের অন্য একজন কর্মকর্তা।
পৃথক আবেদনে উল্লেখ করা হয়, আবদুস সোবহান গোলাপ, এস কে সুর পরিবার ও উজ্জ্বল মল্লিকের দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন কমিটি গঠন করেছে। তাঁরা প্রত্যেকেই বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অধিকারী বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাঁরা যেকোনো সময়ে বিদেশ চলে যেতে পারেন। তাঁরা পালিয়ে গেলে দুর্নীতির অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
দুদকের পক্ষে শুনানি করেন বিশেষ পিপি মীর আহামেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে ইমিগ্রেশন পুলিশ ও দুদকের সংশ্লিষ্ট শাখায় আদেশের অনুলিপি প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, আবদুস সোবহান গোলাপ ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৯ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১০ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগে