কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ইইউর পতাকা যুক্ত করে এক এক্স-পোস্টে (টুইটার) তিনি বলেন, ঢাকায় আবার আসতে পেরে ভালো লাগছে।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আলাদা এক এক্স-পোস্টে জানান, শ্রম ও মানবাধিকার বিষয়ে আলাপ করতে আসা প্যাম্পালোনির দল গতকালই ঢাকার বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে যায়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশুরা তিন চাকার যে ভ্যানে করে স্কুলে আসা-যাওয়া করে, তাতে চড়ে ও চালিয়ে দেখেন তাঁরা।
ইইউ প্রতিনিধিদলটি এমন সময় বাংলাদেশ সফর করছে, যখন পোশাকশিল্পের কর্মীদের বড় একটি অংশ ঢাকা এবং গাজীপুরসহ কয়েকটি স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে।
প্রতিনিধিদলটি আগামী বুধবার পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে।
ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তা দেখবে বলে ঢাকায় ইইউর এক কর্মকর্তা জানান।
প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।

শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ইইউর পতাকা যুক্ত করে এক এক্স-পোস্টে (টুইটার) তিনি বলেন, ঢাকায় আবার আসতে পেরে ভালো লাগছে।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আলাদা এক এক্স-পোস্টে জানান, শ্রম ও মানবাধিকার বিষয়ে আলাপ করতে আসা প্যাম্পালোনির দল গতকালই ঢাকার বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে যায়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশুরা তিন চাকার যে ভ্যানে করে স্কুলে আসা-যাওয়া করে, তাতে চড়ে ও চালিয়ে দেখেন তাঁরা।
ইইউ প্রতিনিধিদলটি এমন সময় বাংলাদেশ সফর করছে, যখন পোশাকশিল্পের কর্মীদের বড় একটি অংশ ঢাকা এবং গাজীপুরসহ কয়েকটি স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে।
প্রতিনিধিদলটি আগামী বুধবার পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে।
ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তা দেখবে বলে ঢাকায় ইইউর এক কর্মকর্তা জানান।
প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৬ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৮ ঘণ্টা আগে