নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পর পর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার বেলা সাড়ে ৩টার পর দেওয়া ভাষণে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করব।
সেনাপ্রধান তাঁর ভাষণে বলেন, ‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আহবান করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, একটা ইন্টারিম গর্ভমেন্ট (অন্তবর্তী সরকার) গঠন করব এবং অন্তবর্তী সরকারের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। গিয়ে এই অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন।
‘আমি সমস্ত দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা অশান্ত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন।’
সেনাপ্রধান বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথামত চলেন, একসাথে যদি কাজ করেন, চলি আমরা নিঃসন্দেহে আমরা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অর্জন করতে পারব না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব।’
তিনি আরো বলেন, ‘প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত প্রধান প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের আমন্ত্রণ করেছিলাম এখানে। ‘ভেরি নাইস অব দেম’, যে ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। আমরা একটা সুন্দর অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব।’
সেনাপ্রধান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা অন্তবর্তীকালীন সরকার গঠন করে আমরা পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের কিছু সময় দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করব। আপনারা এই সংঘাতের পথে যাবেন না। শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসেন। দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। লোকজন মারা যাচ্ছে। এগুলো আপনারা বিরত হন। আমি দায়িত্ব নিচ্ছি। আপনারা আমাকে সাহায্য করেন।’

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পর পর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার বেলা সাড়ে ৩টার পর দেওয়া ভাষণে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করব।
সেনাপ্রধান তাঁর ভাষণে বলেন, ‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আহবান করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, একটা ইন্টারিম গর্ভমেন্ট (অন্তবর্তী সরকার) গঠন করব এবং অন্তবর্তী সরকারের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। গিয়ে এই অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন।
‘আমি সমস্ত দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা অশান্ত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন।’
সেনাপ্রধান বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথামত চলেন, একসাথে যদি কাজ করেন, চলি আমরা নিঃসন্দেহে আমরা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অর্জন করতে পারব না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব।’
তিনি আরো বলেন, ‘প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত প্রধান প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের আমন্ত্রণ করেছিলাম এখানে। ‘ভেরি নাইস অব দেম’, যে ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। আমরা একটা সুন্দর অন্তবর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব।’
সেনাপ্রধান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটা অন্তবর্তীকালীন সরকার গঠন করে আমরা পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের কিছু সময় দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করব। আপনারা এই সংঘাতের পথে যাবেন না। শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসেন। দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে। লোকজন মারা যাচ্ছে। এগুলো আপনারা বিরত হন। আমি দায়িত্ব নিচ্ছি। আপনারা আমাকে সাহায্য করেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৫ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ ঘণ্টা আগে