নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত না পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে থেকে খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কারিগরি কমিটির সুপারিশ পেলে আন্তমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
স্কুল-কলেজ খোলার তারিখ আজ বুধবার নির্ধারণের কথা থাকলেও সেই সভা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্তমন্ত্রণালয় সভার জন্য সব প্রস্তুতি থাকলেও কারিগরি কমিটির মতামত না পাওয়ায় তা আর হয়নি। কারিগরি কমিটির মতামত পেলেই আন্তমন্ত্রণালয় সভায় স্কুল-কলেজ খোলার তারিখ নির্ধারণ করা হবে। তারিখ নির্ধারণ হলে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার এই সভা হতে পারে বলেও জানান তিনি।
এ বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে মতামত চেয়েছে। আমরা এখনো সভায় বসতে পারিনি। শিগগিরই কমিটির সবাইকে নিয়ে বসে এ বিষয়ে মতামত দেব।’
সার্বিক প্রস্তুতি নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত বলে মনে করেন কারিগরি কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘করোনার সংক্রমণের হার ৫ শতাংশ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে আমার মত। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজে যাওয়ার সব ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
নজরুল ইসলাম বলেন, যে ফুটপাত দিয়ে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে হেঁটে হেঁটে স্কুলে যাবে, সেই ফুটপাথের অবস্থা মোটেও ভালো নয়। সেখানে নানা ধরনের দোকানপাট বসেছে। কেউ কেউ ফুটপাতে বসে আড্ডা দেয়। তাদের অনেকের মুখেই মাস্ক নেই। স্কুল-কলেজের আশপাশের ফুটপাতগুলো পরিষ্কার করতে হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে প্রতি শ্রেণির অর্ধেক শিক্ষার্থীর বেশি একদিনে হাজির হওয়াকে সমর্থন করছেন না অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থী থাকলে তাদের মধ্যে এক দিন ১৫ জনকে ক্লাস করাতে হবে। বাকি ১৫ জনের ক্লাস নিতে হবে অন্যদিন। এতে সংক্রমণের ঝুঁকি থাকবে। সবকিছু সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। মহামারির মধ্যে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
গত ২৬ আগস্ট আন্তমন্ত্রণালয় সভায় আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজ কবে থেকে খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আজ নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি কমিটির কাছ থেকে এ বিষয়ে মত না পাওয়ায় সে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় অবকাঠামোগত মেরামতের দরকার থাকলে সেই সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কীভাবে ক্লাস-পরীক্ষা নেওয়া হবে, সেই পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ১২-১৮ বছরের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সরকারের উচ্চপর্যায়ের বৈঠক আছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ১২-১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়টি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছি। প্রধানমন্ত্রী চান এসব শিশুদের টিকা দেওয়া হোক।’

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত না পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে থেকে খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কারিগরি কমিটির সুপারিশ পেলে আন্তমন্ত্রণালয় সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
স্কুল-কলেজ খোলার তারিখ আজ বুধবার নির্ধারণের কথা থাকলেও সেই সভা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্তমন্ত্রণালয় সভার জন্য সব প্রস্তুতি থাকলেও কারিগরি কমিটির মতামত না পাওয়ায় তা আর হয়নি। কারিগরি কমিটির মতামত পেলেই আন্তমন্ত্রণালয় সভায় স্কুল-কলেজ খোলার তারিখ নির্ধারণ করা হবে। তারিখ নির্ধারণ হলে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার এই সভা হতে পারে বলেও জানান তিনি।
এ বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে মতামত চেয়েছে। আমরা এখনো সভায় বসতে পারিনি। শিগগিরই কমিটির সবাইকে নিয়ে বসে এ বিষয়ে মতামত দেব।’
সার্বিক প্রস্তুতি নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত বলে মনে করেন কারিগরি কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘করোনার সংক্রমণের হার ৫ শতাংশ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে আমার মত। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজে যাওয়ার সব ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
নজরুল ইসলাম বলেন, যে ফুটপাত দিয়ে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে হেঁটে হেঁটে স্কুলে যাবে, সেই ফুটপাথের অবস্থা মোটেও ভালো নয়। সেখানে নানা ধরনের দোকানপাট বসেছে। কেউ কেউ ফুটপাতে বসে আড্ডা দেয়। তাদের অনেকের মুখেই মাস্ক নেই। স্কুল-কলেজের আশপাশের ফুটপাতগুলো পরিষ্কার করতে হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে প্রতি শ্রেণির অর্ধেক শিক্ষার্থীর বেশি একদিনে হাজির হওয়াকে সমর্থন করছেন না অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থী থাকলে তাদের মধ্যে এক দিন ১৫ জনকে ক্লাস করাতে হবে। বাকি ১৫ জনের ক্লাস নিতে হবে অন্যদিন। এতে সংক্রমণের ঝুঁকি থাকবে। সবকিছু সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। মহামারির মধ্যে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’
গত ২৬ আগস্ট আন্তমন্ত্রণালয় সভায় আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজ কবে থেকে খুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আজ নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি কমিটির কাছ থেকে এ বিষয়ে মত না পাওয়ায় সে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় অবকাঠামোগত মেরামতের দরকার থাকলে সেই সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কীভাবে ক্লাস-পরীক্ষা নেওয়া হবে, সেই পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ১২-১৮ বছরের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সরকারের উচ্চপর্যায়ের বৈঠক আছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ১২-১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়টি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছি। প্রধানমন্ত্রী চান এসব শিশুদের টিকা দেওয়া হোক।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে