নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার। মাঠপর্যায়ের অফিসগুলো থেকে এই তালিকা প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চূড়ান্ত হওয়া খসড়ার এই তালিকা ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) পাঠাবেন মাঠ কর্মকর্তারা। এগুলো দেখে নির্বাচনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে কমিশন।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, কাল ভোটকেন্দ্রের খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। কেউ চাইলে মাঠপর্যায়ের অফিসে গিয়ে এই তালিকা দেখতে পারবেন।
এবার চূড়ান্ত খসড়ায় মোট ভোটকেন্দ্র কতটি হলো তা কাল বিকেল নাগাদ জানা যাবে বলেও জানান তিনি।
ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্রের নীতিমালা থেকে আগের ভোটকেন্দ্র বহাল রাখার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ায় এবার খসড়া তালিকায় কেন্দ্র পরিবর্তন বেশি হয়েছে। এবার ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির বিষয়ে ইসি কর্মকর্তাদের পাশাপাশি ডিসি-এসপি, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদেরও সম্পৃক্ত করা হয়েছে।
জানা যায়, গত সংসদ নির্বাচনের সময় মোট ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৯৯টি। এবার প্রাথমিক খসড়া তালিকায় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৩৮০টি। এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৮৫৯টি দাবি-আপত্তি জমা পড়ে। যা ১১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি করে নিষ্পত্তি করা হয়। প্রাথমিক খসড়া থেকে চূড়ান্ত খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা কমবেশি হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, এবার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটারের জন্য ৪২ হাজারের ওপরে ভোটকেন্দ্রের প্রয়োজন পড়বে। একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ছিল ৪০ হাজার ১৯৯টি, দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য ৩৭ হাজার ৭০৭টি এবং নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র ছিল।
আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ লক্ষ্যে নভেম্বরের দিকে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার। মাঠপর্যায়ের অফিসগুলো থেকে এই তালিকা প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চূড়ান্ত হওয়া খসড়ার এই তালিকা ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) পাঠাবেন মাঠ কর্মকর্তারা। এগুলো দেখে নির্বাচনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে কমিশন।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, কাল ভোটকেন্দ্রের খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। কেউ চাইলে মাঠপর্যায়ের অফিসে গিয়ে এই তালিকা দেখতে পারবেন।
এবার চূড়ান্ত খসড়ায় মোট ভোটকেন্দ্র কতটি হলো তা কাল বিকেল নাগাদ জানা যাবে বলেও জানান তিনি।
ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্রের নীতিমালা থেকে আগের ভোটকেন্দ্র বহাল রাখার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ায় এবার খসড়া তালিকায় কেন্দ্র পরিবর্তন বেশি হয়েছে। এবার ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির বিষয়ে ইসি কর্মকর্তাদের পাশাপাশি ডিসি-এসপি, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদেরও সম্পৃক্ত করা হয়েছে।
জানা যায়, গত সংসদ নির্বাচনের সময় মোট ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৯৯টি। এবার প্রাথমিক খসড়া তালিকায় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৩৮০টি। এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৮৫৯টি দাবি-আপত্তি জমা পড়ে। যা ১১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি করে নিষ্পত্তি করা হয়। প্রাথমিক খসড়া থেকে চূড়ান্ত খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা কমবেশি হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, এবার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটারের জন্য ৪২ হাজারের ওপরে ভোটকেন্দ্রের প্রয়োজন পড়বে। একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ছিল ৪০ হাজার ১৯৯টি, দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য ৩৭ হাজার ৭০৭টি এবং নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র ছিল।
আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ লক্ষ্যে নভেম্বরের দিকে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে