নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০৪৩ সাল পর্যন্ত জাতীয় সংসদে মনোনয়নের মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তকে ‘পশ্চাৎপদ’ বলেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা জানিয়েছে, রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে নারীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবিকে গুরুত্ব না দিয়ে সব রাজনৈতিক দলের এমন সিদ্ধান্তে উপনীত হওয়া ‘বিস্ময়কর’।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা জানলাম, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদে মনোনয়নের মাধ্যমে ২০৪৩ সাল পর্যন্ত ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের নারী আন্দোলন এই সিদ্ধান্ত তীব্র ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করছে।’
নারী আসনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় নারী সমাজের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে নারী সমাজের দীর্ঘদিনের আন্দোলন ও দাবিকে গুরুত্ব না দিয়ে সব রাজনৈতিক দল এ রকম পশ্চাৎপদ সিদ্ধান্তে কীভাবে একমত হলো, সে বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর বিস্ময় প্রকাশ করছে।
বিবৃতিতে সংরক্ষিত নারী আসন নিয়ে পাঁচটি দাবি তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রথা বাতিল, নারী আসনসংখ্যা ন্যূনতম এক-তৃতীয়াংশে উন্নীত করা এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা।
বিবৃতিতে মনোনয়নের মাধ্যমে ২০৪৩ সাল পর্যন্ত ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইস্যুতে সব রাজনৈতিক দল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

২০৪৩ সাল পর্যন্ত জাতীয় সংসদে মনোনয়নের মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তকে ‘পশ্চাৎপদ’ বলেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা জানিয়েছে, রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে নারীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবিকে গুরুত্ব না দিয়ে সব রাজনৈতিক দলের এমন সিদ্ধান্তে উপনীত হওয়া ‘বিস্ময়কর’।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা জানলাম, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদে মনোনয়নের মাধ্যমে ২০৪৩ সাল পর্যন্ত ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের নারী আন্দোলন এই সিদ্ধান্ত তীব্র ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করছে।’
নারী আসনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় নারী সমাজের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ইস্যুতে নারী সমাজের দীর্ঘদিনের আন্দোলন ও দাবিকে গুরুত্ব না দিয়ে সব রাজনৈতিক দল এ রকম পশ্চাৎপদ সিদ্ধান্তে কীভাবে একমত হলো, সে বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর বিস্ময় প্রকাশ করছে।
বিবৃতিতে সংরক্ষিত নারী আসন নিয়ে পাঁচটি দাবি তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রথা বাতিল, নারী আসনসংখ্যা ন্যূনতম এক-তৃতীয়াংশে উন্নীত করা এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা।
বিবৃতিতে মনোনয়নের মাধ্যমে ২০৪৩ সাল পর্যন্ত ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রাখার কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইস্যুতে সব রাজনৈতিক দল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৯ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে