কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

২০২২ সালে ১০ লাখ কর্মী বিদেশ যাবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিরাপদ অভিবাসন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় ইমরান আহমেদ বলেন, ‘প্রতি মাসে গড়ে ১ লাখ কর্মী বিদেশ যায়। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার কর্মী সৌদি আরব যাচ্ছে। কিন্তু সাংবাদিকেরা সেটা লিখছেন না।’ তিনি বলেন, ‘গত দুই মাসে ১ লাখ ৭০ হাজার ভিসা ইস্যু করেছে ঢাকায় সৌদি দূতাবাস। প্রতিদিন গড়ে ৪ হাজার ভিসা ইস্যু করেছে দেশটি। কর্মীদের প্রশিক্ষণের যে গতিতে আমরা ছিলাম, করোনা এসে সেটিতে বাধার সৃষ্টি করেছে। প্রবাসে নারী কর্মী নির্যাতনের কিছু ঘটনা ঠিক, আবার কিছু ঘটনা বেঠিক আছে।’
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়াসহ বন্ধ থাকা মার্কেটগুলো খুলতে সবাই বলছে। কিন্তু কীভাবে এটি করা হবে ও দেশের কী লাভ হবে, সেটা কিন্তু কেউ বলছে না। অনেক কিছুর সঙ্গেই আমি একমত। তবে দেশের স্বার্থের দিকটাও তো বিবেচনা করতে হবে। শ্রীলঙ্কা ও নেপাল; তারা তাদের কর্মীদের অর্থ পাঠানোর কথা বলছেন। আমরা কিন্তু সেটা বলছি না। স্বাভাবিকভাবেই আমাদের কর্মীরা দেশে টাকা পাঠাচ্ছেন।’
সভায় বিদেশে কর্মী পাঠাতে এখন দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
ব্র্যাক মাইগ্রেশন প্রধান শরিফুল হাসান বলেন, ‘ডিজিটালাইজেশন হলে অভিবাসন খাতে আরও স্বচ্ছতা ফিরে আসবে। গত ২০ বছর এই খাতটি যেভাবে ছিল, এখন আর সেটি নেই। ভবিষ্যতে যারাই মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন, এখনকার এই অবস্থা থেকে যেন আর পেছনে ফিরে যেতে না হয়, সে জন্য প্রাতিষ্ঠানিকীকরণের দিকে নজর দিতে হবে।’
অভিবাসন নিয়ে গবেষণা সংস্থা রামরুর সিআর আবরার বলেন, ‘অভিবাসন খাতে আমরা কঠিন সময় পার করেছি। টিটিসিগুলোকে বৈশ্বিকভাবে তুলনা করে আরও শক্তিশালী করে তুলতে হবে। টুরিজম ও হসপিটালিটির ক্ষেত্রেও নজর দিতে হবে।’
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালী বলেন, ‘বিশেষ করে রেমিট্যান্স প্রবাহটা যেমন আমরা দেখছি, একইভাবে বাংলাদেশের অভিবাসন ক্ষেত্রটাও দেখতে হবে।’
এ সময় অন্য অংশীজনেরা তাঁদের বক্তব্যে মালয়েশিয়া ও লিবিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের ওপর জোর দেন। এ ছাড়া রোমানিয়ার শ্রমবাজার নিয়েও তাঁরা আশা প্রকাশ করেন এবং কর্মীদের সংখ্যার মধ্যে আটকে না রেখে দেশের সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি লেটেশিয়া ওয়েবেল বলেন, শ্রমিকদের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। যাতে করে তাঁরা তাঁদের পূর্ণ দক্ষতাকে কাজে লাগাতে পারে।
মতবিনিময় সভায় অংশ নেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান, আইওএম, আইএলও, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

২০২২ সালে ১০ লাখ কর্মী বিদেশ যাবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিরাপদ অভিবাসন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় ইমরান আহমেদ বলেন, ‘প্রতি মাসে গড়ে ১ লাখ কর্মী বিদেশ যায়। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার কর্মী সৌদি আরব যাচ্ছে। কিন্তু সাংবাদিকেরা সেটা লিখছেন না।’ তিনি বলেন, ‘গত দুই মাসে ১ লাখ ৭০ হাজার ভিসা ইস্যু করেছে ঢাকায় সৌদি দূতাবাস। প্রতিদিন গড়ে ৪ হাজার ভিসা ইস্যু করেছে দেশটি। কর্মীদের প্রশিক্ষণের যে গতিতে আমরা ছিলাম, করোনা এসে সেটিতে বাধার সৃষ্টি করেছে। প্রবাসে নারী কর্মী নির্যাতনের কিছু ঘটনা ঠিক, আবার কিছু ঘটনা বেঠিক আছে।’
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়াসহ বন্ধ থাকা মার্কেটগুলো খুলতে সবাই বলছে। কিন্তু কীভাবে এটি করা হবে ও দেশের কী লাভ হবে, সেটা কিন্তু কেউ বলছে না। অনেক কিছুর সঙ্গেই আমি একমত। তবে দেশের স্বার্থের দিকটাও তো বিবেচনা করতে হবে। শ্রীলঙ্কা ও নেপাল; তারা তাদের কর্মীদের অর্থ পাঠানোর কথা বলছেন। আমরা কিন্তু সেটা বলছি না। স্বাভাবিকভাবেই আমাদের কর্মীরা দেশে টাকা পাঠাচ্ছেন।’
সভায় বিদেশে কর্মী পাঠাতে এখন দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
ব্র্যাক মাইগ্রেশন প্রধান শরিফুল হাসান বলেন, ‘ডিজিটালাইজেশন হলে অভিবাসন খাতে আরও স্বচ্ছতা ফিরে আসবে। গত ২০ বছর এই খাতটি যেভাবে ছিল, এখন আর সেটি নেই। ভবিষ্যতে যারাই মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন, এখনকার এই অবস্থা থেকে যেন আর পেছনে ফিরে যেতে না হয়, সে জন্য প্রাতিষ্ঠানিকীকরণের দিকে নজর দিতে হবে।’
অভিবাসন নিয়ে গবেষণা সংস্থা রামরুর সিআর আবরার বলেন, ‘অভিবাসন খাতে আমরা কঠিন সময় পার করেছি। টিটিসিগুলোকে বৈশ্বিকভাবে তুলনা করে আরও শক্তিশালী করে তুলতে হবে। টুরিজম ও হসপিটালিটির ক্ষেত্রেও নজর দিতে হবে।’
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালী বলেন, ‘বিশেষ করে রেমিট্যান্স প্রবাহটা যেমন আমরা দেখছি, একইভাবে বাংলাদেশের অভিবাসন ক্ষেত্রটাও দেখতে হবে।’
এ সময় অন্য অংশীজনেরা তাঁদের বক্তব্যে মালয়েশিয়া ও লিবিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের ওপর জোর দেন। এ ছাড়া রোমানিয়ার শ্রমবাজার নিয়েও তাঁরা আশা প্রকাশ করেন এবং কর্মীদের সংখ্যার মধ্যে আটকে না রেখে দেশের সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি লেটেশিয়া ওয়েবেল বলেন, শ্রমিকদের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। যাতে করে তাঁরা তাঁদের পূর্ণ দক্ষতাকে কাজে লাগাতে পারে।
মতবিনিময় সভায় অংশ নেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান, আইওএম, আইএলও, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে...
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়ে গেলেন নির্বাচনী প্রতীক। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারের লড়াই। ভোট চেয়ে প্রচার চালানো যাবে বুধবার মধ্যরাত থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে...
৪ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। জবানবন্দিতে তিনি গুম থাকার সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরেন। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন...
৫ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার সুবিধা নিয়ে ২৯তম বিসিএসে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগে