Ajker Patrika

স্বেচ্ছা পদত্যাগেও পেনশন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বেচ্ছা পদত্যাগেও পেনশন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। 

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

২০১১ সালে অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে এককালীন পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। সেই আবেদন ফেরত দিয়ে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। 

ওই চিঠিতে বলা হয়, মাহবুব মোরশেদ ‘২৫ বছরপূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে’ আবেদন করেননি বলে তিনি পেনশন পাবেন না।

ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে করে রিট আবেদন করেন মাহবুব মোরশেদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হয়। পরে রুল নিষ্পত্তি করে গত বছর রায় দেন হাইকোর্ট। রায়ে ২০১৫ সালের ২৫ মার্চের চিঠি বাতিল ঘোষণা করে আদালত। তার সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য সুবিধা মঞ্জুর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। সে অনুযায়ী সোমবার বিষয়টি শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর আবেদনের পক্ষে আইনজীবী  মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...