আজকের পত্রিকা ডেস্ক

রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক।
আজ মঙ্গলবার বিকেলে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে ধানমন্ডির সিআরআই অফিসে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আক্তার হোসেন বলেন, অভিযোগে সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর থাকার তথ্য পাওয়া গেছে।
মহাপরিচালক জানান, সিআরআইয়ের কার্যালয়ে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল (ডাচ্–বাংলা, আইএফ আইসি, সোনালী ব্যাংক) ওই সব ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন, অভিযানে ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘উনারা (সিআরআই) ননপ্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করেন। আমরা যে নিয়মিত অভিযান করি, সেটারই একটি অংশ। অভিযোগে যতটুকু তথ্য ছিল, সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।’
এদিন বেলা ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সিআর অফিসের ঠিকানায় অভিযানে যায় দুদকের অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ–এ যায় এনফোর্সমেন্ট টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাননি সংস্থাটির অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এর আগে গত ২৯ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।

রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক।
আজ মঙ্গলবার বিকেলে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে ধানমন্ডির সিআরআই অফিসে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আক্তার হোসেন বলেন, অভিযোগে সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর থাকার তথ্য পাওয়া গেছে।
মহাপরিচালক জানান, সিআরআইয়ের কার্যালয়ে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল (ডাচ্–বাংলা, আইএফ আইসি, সোনালী ব্যাংক) ওই সব ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানিয়েছেন, অভিযানে ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘উনারা (সিআরআই) ননপ্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করেন। আমরা যে নিয়মিত অভিযান করি, সেটারই একটি অংশ। অভিযোগে যতটুকু তথ্য ছিল, সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।’
এদিন বেলা ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সিআর অফিসের ঠিকানায় অভিযানে যায় দুদকের অভিযান টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ–এ যায় এনফোর্সমেন্ট টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পাননি সংস্থাটির অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
এর আগে গত ২৯ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২৭ মিনিট আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে