নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আগের দুদিন এ সংখ্যা ছিল যথাক্রমে ২৬৪ ও ২৮৭। এ হিসাবে দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৩৭ আক্রান্ত নিয়ে গত চার দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হন ২৩৭ জন। এদের মধ্যে ২২১ জন রাজধানী ঢাকায়। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৬৪ জন এবং এর আগের দিন ছিল সর্বোচ্চ রেকর্ড ২৮৭ জন। এর মধ্যে ২৭৯ জনই ছিল রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর জুলাই মাসে ২ হাজার ২৮৬ ও চলতি আগস্ট মাসের চার দিনে ১ হাজার ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৩ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬১৭ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৫৮ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫৪ জন।
দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে এডিস মশার লার্ভা শনাক্ত করতে। এতে জেল–জরিমানাও করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আগের দুদিন এ সংখ্যা ছিল যথাক্রমে ২৬৪ ও ২৮৭। এ হিসাবে দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৩৭ আক্রান্ত নিয়ে গত চার দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হন ২৩৭ জন। এদের মধ্যে ২২১ জন রাজধানী ঢাকায়। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৬৪ জন এবং এর আগের দিন ছিল সর্বোচ্চ রেকর্ড ২৮৭ জন। এর মধ্যে ২৭৯ জনই ছিল রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর জুলাই মাসে ২ হাজার ২৮৬ ও চলতি আগস্ট মাসের চার দিনে ১ হাজার ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৩ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬১৭ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৫৮ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫৪ জন।
দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকার দুই সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে এডিস মশার লার্ভা শনাক্ত করতে। এতে জেল–জরিমানাও করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সার্ভে সপ্তাহ শুরু করেছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৯ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে