নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। আজ রোববার সকালে তাঁদের সচিবালয় থেকে আটক করা হয়।
আটক ছয়জনের মধ্যে একজনের নাম আয়েশা। তিনি কম্পিউটার অপারেটর। তাঁর কাছে কেবিনেটের চাবি ছিল। আরেকজনের নাম জোসেফ, তাঁর কাছেও চাবি ছিল বলে জানা গেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নুর সাংবাদিকদের বলেন, সচিবালয় থেকে নথি গায়েবের ঘটনাটি গত বৃহস্পতিবার দুপুরে জানাজানি হয়। পরে বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রী ও ক্যাবিনেট সচিবকে জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি সিআইডি ও শাহবাগ থানায় একটি জিডি করতে নির্দেশ দেন।
মন্ত্রণালয়ে কাউকে সন্দেহ করা হচ্ছে কি না— এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সন্দেহের বাইরে কেউ না। আমিও নিজেও সন্দেহের বাইরে না। সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল না তবে মন্ত্রণালয় থেকে কীভাবে নথি গায়েব হলো, সেটি খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে রোববার সকালে সিআইডি স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করে। সকালে তারা ১১ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। আজ রোববার সকালে তাঁদের সচিবালয় থেকে আটক করা হয়।
আটক ছয়জনের মধ্যে একজনের নাম আয়েশা। তিনি কম্পিউটার অপারেটর। তাঁর কাছে কেবিনেটের চাবি ছিল। আরেকজনের নাম জোসেফ, তাঁর কাছেও চাবি ছিল বলে জানা গেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নুর সাংবাদিকদের বলেন, সচিবালয় থেকে নথি গায়েবের ঘটনাটি গত বৃহস্পতিবার দুপুরে জানাজানি হয়। পরে বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রী ও ক্যাবিনেট সচিবকে জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি সিআইডি ও শাহবাগ থানায় একটি জিডি করতে নির্দেশ দেন।
মন্ত্রণালয়ে কাউকে সন্দেহ করা হচ্ছে কি না— এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সন্দেহের বাইরে কেউ না। আমিও নিজেও সন্দেহের বাইরে না। সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল না তবে মন্ত্রণালয় থেকে কীভাবে নথি গায়েব হলো, সেটি খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে রোববার সকালে সিআইডি স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে নথি খোয়া যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করে। সকালে তারা ১১ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
৭ ঘণ্টা আগে